• মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত ইউনূস-তারেক বৈঠকের পর যৌথ বিবৃতি, রমজানের আগেই নির্বাচন হতে পারে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা এসএসসি ও সমমানের ফল প্রকাশ জুলাইয়ের তৃতীয় সপ্তাহে সোমবার থেকে সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঈদ-পরবর্তী ট্রেনযাত্রায় মাস্ক পরার অনুরোধ রেলপথ মন্ত্রণালয়ের ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন: প্রধান উপদেষ্টা সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ইউনূস সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা নয়, বাড়ছে বিশেষ প্রণোদনা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭৯৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

বদলগাছীতে পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজনের মৃত্যু

প্রজন্মের আলো / ৫৬ শেয়ার
Update মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

নুরুজ্জামান লিটন:
নওগাঁ জেলার বদলগাছীতে কালিপুজার মেলা দেখে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় পৃথক পৃথক স্থানে দুইজনের মৃত্যু হয়েছে।২ নভেম্বর, শনিবার দিবাগত রাতে দুজনের মর্মান্তিক মৃত্যুর হয়।
নিহতরা হলেন বদলগাছী উপজেলার মথরাপুর ইউপির মথরাপুর গ্রামের হাসুর ছেলে ৮ম শ্রেনীর ছাত্র সজিব হোসেন (১৪) ও একই ইউপির চকবেনী গ্রামের রুবী টপ্পর ছেলে সাগর টপ্প (২০) এবং অজ্ঞাতনামা আহত অপর জনের পরিচয় মেলেনি।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়,বদলগাছী উপজেলার মথরাপুর ইউপির গোবরচাঁপায় কালিপুজার মেলা দেখে অটো চার্জারভ‍্যানে ফেরার সময় সন্ধ্যা ৭টার দিকে গয়েশপুর ব্রীজের নিকট ভ‍্যান উল্টে গিয়ে মথরাপুর গ্রামের হাসুর ছেলে ৮ম শ্রেনীর ছাত্র সজীব(১৪) নিচে পড়ে যায় এতে সজীব হোসেন মাথায় আঘাত লাগে।সাথে সাথে আহত সজীব হোসেনকে (১৪) চিকিৎসার জন্য বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ প্রদান করেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার  নেয়ার পথে আনুমানিক রাত সাড়ে ৯টার  দিকে মৃত্যুবরণ করে।
নিহত সজীব হোসেন(১৪) মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিলো বলে গেছে।
অপর ঘটনায় গোবরচাঁপা মেলা দেখে চকবেনী গ্রামের রুবী টপ্পর ছেলে সাগর টপ্প(২০) নিজ বাড়িতে ফেরার সময় রাত ১১টার দিকে চকবেনি গোবরচাঁপা পাহাড়পুর সড়কের মহাথেরো গির্জা বা সুমনের ইটভাটার সামনে পৌঁছামাত্র বিপরীত দিক হতে আসা অজ্ঞাতনামা একটি ট্রাক মটরসাইকেলে ধাক্কা দিলে সাগর টপ্পো ও সাগর টপ্পের সাথে থাকা অজ্ঞাতনামা অপর একজন গুরুতর আহত হয়।
স্থানীয়রা উভয়কে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ প্রদান করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শনিবার দিবাগত মধ‍্যরাত ২টার দিকে  সাগর টপ্প মৃত্যুবরণ করে ও অজ্ঞাত নামা অপরজন রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
এ ব‍্যপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ শাহজাহান আলী বলেন, এ ব‍্যপারে আমাকে কেউ জানায়নি এবং থানায় কোন অভিযোগ ও হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories