পারভেজ গাদ্দাফী:
নওগাঁর আত্রাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আত্রাই উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মোল্লা আজাদ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে ২১ মার্চ শুক্রবার।
উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল জলিল চকলেট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপি’র সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু।
বিশেষ অতিথি কেন্দ্রীয় বিএনপির সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র নজমুল হক সনি, নওগাঁ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মামুনুর রহমান রিপন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কামরুল হাসান সাগর, রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী,সাধারণ সম্পাদক মোসারব হোসেন,উপজেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন বক্তব্য রাখেন।
আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব শেখ মনজুরুল আলম,যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম,যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন,ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাহরিয়ার সৌরভ, ছাত্রদলের সাবেক আহবায়ক রিফাত হাসান, ছাত্রনেতা ইলিয়াস,আহসানগঞ্জ ইউনিয়ন বিএন পি’র,সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রকেট সহ যুবদল, কৃষক দল স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থক বৃন্দ।
ইফতারের আগে নওগাঁ জেলার বিভিন্ন অঞ্চল থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মোল্লা আজাদ সরকারি কলেজ মাঠে জড় হতে থাকেন। এতে মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল ইসলাম (রেজু )বলেন, আমরা সবাই ইফতার মাহফিলে একত্রিত হতে পেরে খুবই আনন্দিত। আমরা যেন ঐক্য ধরে রাখতে পারি ও বিএনপিকে সামনে নির্বাচনে জয়লাভ করাতে পারি। দেশ ও জাতির কল্যাণ কামনায় তিনি সকলের কাছে দোয়া চান। মাহফিলে প্রায় তিন হাজার লোক অংশগ্রহণ করেন।উক্ত ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেন আত্রাই উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।