• বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত ইউনূস-তারেক বৈঠকের পর যৌথ বিবৃতি, রমজানের আগেই নির্বাচন হতে পারে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা এসএসসি ও সমমানের ফল প্রকাশ জুলাইয়ের তৃতীয় সপ্তাহে সোমবার থেকে সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঈদ-পরবর্তী ট্রেনযাত্রায় মাস্ক পরার অনুরোধ রেলপথ মন্ত্রণালয়ের ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন: প্রধান উপদেষ্টা সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ইউনূস সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা নয়, বাড়ছে বিশেষ প্রণোদনা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭৯৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে মাসিক সমন্বয় সভা

প্রজন্মের আলো / ৯৪ শেয়ার
Update সোমবার, ১৫ জুলাই, ২০২৪

আরিফুল ইসলাম:

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে ১৫ জুলাই ২০২৪ তারিখ সোমবার সকাল ১০:০০ ঘটিকায় আঞ্চলিক পরিচালক  মোহা: আবু বাককার-এর সভাপতিত্বে আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও উপ-আঞ্চলিক কেন্দ্র প্রধানগণের সাথে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই নওগাঁ উপ-আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক জনাব শাহ্ মুহা: আব্দুল মালেক-এর পবিত্র কোরআন তিলায়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এরপর আঞ্চলিক পরিচালক তাঁর স্বাগত বক্তব্যের শুরুতেই বাউবি’র মাননীয় উপাচার্য-এর গতিশীল নেতৃত্বে যুগোপযোগি সিদ্ধান্তের অংশ হিসেবে আঞ্চলিক কেন্দ্রে Central Controlled Signage Display বোর্ড স্থাপন করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অতপর: উপ-আঞ্চলিক কেন্দ্র প্রধানগণের সঙ্গে মতবিনিময় ও মাঠ পর্যায়ে বাউবির একাডেমিক প্রোগ্রামের চলমান কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে করণীয় নির্ধারণ, আসন্ন এইচএসসি পরীক্ষা-২০২৪ সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠান নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, ইনোভেশন ও প্রমোশনাল কার্যক্রমের অংশ হিসেবে নতুন নতুন ধারণা বৃদ্ধিকরণ, সম্পূর্ণ দূর্নীতিমুক্ত থেকে শিক্ষার্থী পরিসেবা নিশ্চিতকরণ, বাজেটে বরাদ্দকৃত অর্থ যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ, অফিস আধুনিকায়নের পাশাপাশি সুষ্ঠ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং দাপ্তরিক কাজে গতিশীলতা আনয়ন ও বাস্তবায়নে সর্বত্র শুদ্ধাচার চর্চা অব্যাহত রাখাসহ দাপ্তরিক নানা বিষয় নিয়ে আলোকপাত করেন। এরপর ৪টি উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধান উপ-আঞ্চলিক পরিচালক জনাব মোঃ গোলাম কিবরিয়া (পাবনা), উপ-আঞ্চলিক পরিচালক জনাব শাহ্ মুহা: আব্দুল মালেক (নওগাঁ), উপ-আঞ্চলিক পরিচালক এমএস তানিয়া তালুকদার (নাটোর) ও উপ-আঞ্চলিক পরিচালক জনাব মোহা: শামসুজ্জামান (চাঁপাইনবাবগঞ্জ) গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন।

এছাড়াও অর্থ বিষয়ে রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) এমএস মোছাঃ মোরশেদা খাতুন, প্রোগ্রাম সংশ্লিষ্ট বিষয়ে উপ-আঞ্চলিক পরিচালক এমএস উম্মে সালমা নাজিফা, সহকারী পরিচালক জনাব আবু তালেব হোসেন, সহকারী পরিচালক জনাব মোঃ মাহবুবুর রহমান, সহকারী পরিচালক এমএস মোসাঃ শাহানা পারভীন আঞ্চলিক কেন্দ্রের ইন্টারনেটের গতিবৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা এবং তথ্য-প্রযুক্তি বিষয়ে কথা বলেন- প্রশাসনিক কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম। শিক্ষার্থী সেবা বিষয়ে বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ এমদাদুল হক এবং এমএ/এমএসএস প্রোগ্রাম সংক্রান্ত বিষয়ে কথা বলেন সেকশন অফিসার মোসাঃ আকলিমা খাতুন। এছাড়াও আঞ্চলিক কেন্দ্রের উচ্চমান সহকারী জনাব মো: ওয়ালিদ-উল-ইসলাম, নিম্নমান সহকারী জনাব মো: হেলাল উদ্দীন খোন্দকার ও নিম্নমান সহকারী জনাব মো: ওলিউল্লাহ নিজ নিজ কার্যাদি সম্পাদনে প্রতিবন্ধকতা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন নাটোর উপ-আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক এমএস তানিয়া তালুকদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories