• শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এসএসসির ফল প্রকাশ আজ, যেভাবে জানা যাবে শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড বিকেল ৫টার আগে দপ্তর ছাড়তে পারবেন না সরকারি কর্মচারীরা এবার এইচএসসিতে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে ইরান পারমাণবিক কর্মসূচিতে ফিরলে আবার হামলা হবে: ট্রাম্প ট্রাম্পের অনুরোধে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে কাতার: রয়টার্সের প্রতিবেদন নওগাঁর ধামইরহাট থানার ট্রাংক ভেঙে এইচএসসি’র প্রশ্নপত্র চুরি ইরানে সামরিক হামলায় নীতিগত অনুমোদন ট্রাম্পের ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭৯৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদ ও গাজাবাসীর প্রতি সংহতি সমাবেশ অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ৭৬ শেয়ার
Update সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
গাজায় অব্যাহত ইসরায়েলি হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ এবং গাজাবাসীর প্রতি সংহতি জানাতে   বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী--- প্রজন্মের আলো

 খালেক হাসান:

অধিকৃত প্যালেস্টাইনের ভূখণ্ড গাজায় অব্যাহত ইসরায়েলি হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ এবং গাজাবাসীর প্রতি সংহতি জানাতে সোমবার  নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে (বিটিসিবিএমটি) এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় কলেজের নতুন ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ মো. আব্দুর রহমান রিজভী   আর সমাবেশটি সঞ্চালনা করেন জনসংযোগ দপ্তরের প্রধান প্রভাষক আবু রেজা। সমাবেশে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।

এসময় বক্তাগণ দখলিকৃত প্যালেস্টাইনি ভূখণ্ড গাজায় ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ এবং গাজাবাসী তথা প্যালেস্টাইনি জনগণের প্রতি সহমর্মিতা ও সংহতি প্রকাশ করে বলেন, আমাদের অবস্থান সবসময় সকল অন্যায় অপরাধের বিরুদ্ধে। বিবেক ও মানবিক মূল্যবোধে তাড়িত হয়ে বিশ্ব মানবতার প্রতি দায়-দায়িত্ব থেকে আমরা এই সমাবেশে উপস্থিত হয়েছি। আজকের বিশ্বে একটি শান্তিপ্রিয় জাতি হিসেবে আমরা যে-কোনো প্রতিবাদে জ্ঞান তথা যোগ্যতা দিয়ে এগিয়ে যেতে চাই।

গাজায় ইসরায়েলি বর্বরতায় যে হাজার হাজার প্রাণহানি ঘটছে, সম্পদ ধ্বংস হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদমুখর হওয়া, এই বর্বরতা রুখে দাঁড়ানো আমাদের তথা মুসলিম উম্মাহর নৈতিক দায়িত্ব। সেই লক্ষ্যে আজ মুসলিম বিশ্বের সকলকে একতাবদ্ধ হতে হবে। আমাদের সেই প্রত্যয়ে ঐক্যবদ্ধ হতে হবে যাতে আমাদের জীবদ্দশাতেই আমরা স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের অভ্যুদয় উদযাপন করতে পারি। সেক্ষেত্রে মুসলিম দেশের নেতৃবৃন্দদের সকল ভেদাভেদ ভুলে আগামী প্রজন্মের স্বার্থে একযোগে কাজ করতে হবে। সমাবেশে বিশ্বের মুসলিমদের জ্ঞান -বিজ্ঞানে সকল শাখায় অবাধ বিচরণের জন্য মাদ্রাসাসহ সকলস্তরে উন্নত সিলেবাস তৈরী করে তা যথাযথ ভাবে শিক্ষাদানের জন্য গুরুত্বারোপ করা হয়।

এ সময় সিনিয়র প্রভাষক জাকিরুল ইসলাম , প্রভাষক এসএম মাসুদ পারভেজ, প্রভাষক রিপন সরদার, প্রভাষক মামুনুর রশিদ, প্রভাষক ইদ্রিস আলী, প্রভাষক সোহেল রানা, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার আত্রাই উপজেলা প্রতিনিধি খালেক হাসান, সাংবাদিক হারুন অর রশিদ উজ্জল, সাংবাদিক রফিকুজ্জামান মানিক, জহুরুল ইসলাম, আবু বকর সিদ্দিক, আফাজ উদ্দীনসহ কলেজের ছাত্রছাত্রী ও সুধিগণ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories