themesdealer
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/projonmeralo/public_html/wp-includes/functions.php on line 6114তাহেরা রহমান:
জাতীয় সংসদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও নওগাঁ ৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল ও এমরেন নাহার রুমা দম্পতির শুভ বিবাহ বার্ষিকী। এ উপলক্ষে আত্রাই-রাণীনগরসহ বিভিন্ন এলকার দলীয় নেতা কর্মী, শুভাকাংঙ্খী সুধীজনরা তাদের ফেজবুক স্টেটাসে শুভেচ্ছা জানিয়েছে।
প্রজন্মের আলোর চোখে অত্যন্ত আন্তরিক,আবেগী ও মর্মস্পর্শী স্টেটাস দিয়েছেন Jakir Hossain Joy । তিনি লিখেছেন
“ শুভ বিবাহ বার্ষিকী ,বাবার মত ভাই মায়ের মত ভাবি।”
Abu Hena লিখেছেন,
Robiul Islam Chanchal লিখেছেন, শুভ বিবাহ বার্ষিকী প্রিয় অভিভাবক, (আত্রাই – রাণীনগর ) আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল ভাই ও শ্রদ্ধেয় ইমরেন নাহার ভাবি।
Sk Rubel Atrai লিখেছেন,
আজকের দিনটি আপনাদের জীবনের একটি আনন্দঘন দিন।
জীবনে চলার পথের শক্তি হলো একজন উত্তম সঙ্গী। যার সাথে সারাটি জীবন পথ চলা যায়। তাই আজকের দিনটি প্রতিটি মানুষের জীবনে অনেক বড় আনন্দ ও উৎসবের দিন বলে আমরা মনে করি। জীবন সঙ্গী হিসেবে বেছে নেওয়া মানুষটা আমাদে সারাজীবনের পথ চলার সাথী হয়। আপনারাও এভাবেই একে অপরের পথ চলার বিশ্বস্ত সাথী হয়ে থাকবেন সবসময়। হ্যাপি ম্যারেজ ডে। বিবাহ দিবসের শুভেচ্ছা রইল।
প্রজন্ম পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
কৃতজ্ঞতা