• মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ০৩:২৮ অপরাহ্ন
  • Bengali Bengali English English
সংবাদ শিরোনাম
এসএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু: ঢাকা শিক্ষা বোর্ড ১৪০ কিস্তিতে ৩৫ বছরে পদ্মা সেতুর ঋণ শোধ হবে লাফিয়ে বাড়ছে করোনা শনাক্ত পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সেই যুবকের বিরুদ্ধে মামলা সিআইডির ধারণা ; পদ্মা সেতুর নাট-বল্টু শুধু হাত দিয়ে খোলা হয়নি শাসন করায় শিক্ষককে পিটিয়ে হত্যা করলো ছাত্র করোনার চতুর্থ ঢেউ চলছে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত উদ্বোধনের আগেই দেবে গেলো নওগাঁ-রাণীনগর-নাটোর আঞ্চলিক মহাসড়ক পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সেই টিকটকার সিআইডির হাতে আটক খোলা সয়াবিন লিটারে কমল ৫ টাকা, বোতলে ৬ টাকা একদিনে করোনায় ২ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত তারেক-জোবায়দার অবৈধ সম্পদ অর্জনের মামলা চলবে: হাইকোর্ট দেশের বাজারে শিগগিরই ভোজ্যতেলের দাম কমবে

বিরল রোগে আক্রান্ত জাস্টিন বিবার

প্রজন্মের আলো / ৭ শেয়ার
Update : শনিবার, ১১ জুন, ২০২২

 

অনলাইন ডেস্ক:

কানাডার পপ তারকা জাস্টিন বিবার শুক্রবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে অনুরাগীদের জানিয়েছেন, তিনি রামসে হান্ট সিনড্রোম নামে বিরল এক রোগে আক্রান্ত। এই রোগের ফলে মুখের কোনও একটি অংশ বা গোটা মুখ পক্ষাঘাতে আক্রান্ত হয়।

টরন্টোতে তার পারফর্মের কয়েক ঘণ্টা আগে, ২৮ বছর বয়সী পপ গায়ক ঘোষণা করেন, তিনি অসুস্থতার কারণে ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’ আপাতত স্থগিত রাখছেন।

কী এই ‘রামসে হান্ট সিনড্রোম’? এটি স্নায়ুর অসুখ। এর ফলে মুখ এবং কানের স্নায়ুর ক্ষতি হয়। মুখের পক্ষাঘাতের পাশাপাশি শ্রবণশক্তিও চলে যেতে পারে এর ফলে। খবর হিন্দুস্তান টাইমস।

সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে জাস্টিন বলেছেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন, একটি চোখের পাতা পড়ছে না। আমার মুখের একটা পাশ দিয়ে হাসতেও পারছি না, এক পাশের নাসারন্ধ্রটিও কাজ করছে না।’ তার কথায়, মুখের একটি দিকে সম্পূর্ণ পক্ষাঘাত রয়েছে।

এরপরে তিনি দর্শকদের উদ্দেশে বলেন, ‘যারা আমার শো বাতিলের কারণে হতাশ, তাদের বলব, আমি একেবারেই শোতে গাইতে পারছি না। পরিস্থিতি বেশ গুরুতর। আপনারা দেখেই বুঝতে পারছেন।’

এরপরে তিনি জানিয়েছেন, মুখের ব্যায়াম করছেন এবং বিশ্রাম নিচ্ছেন। তার আশা, একশো শতাংশ সুস্থ হলে ফিরে আসবেন দ্রুতুই। তিনি বলেছেন, ‘যা করার জন্য আমার জন্ম, তা যাতে করতে পারি, তার জন্য সম্পূর্ণ চেষ্টা করছি।’ যদিও কবে নাগাদ তিনি পুরোপুরি সুস্থ হবেন, সে বিষয়ে কোনও আলোকপাত করেননি।

তবে এটিই প্রথম বার নয়, এর আগে দু’বার স্থগিত হয়েছে এই ট্যুর। আগের দু’বার বন্ধ হয়ে গিয়েছিল কোভিডের কারণে। তার মধ্যে গায়ক নিজেই একবার কোভিডে আক্রান্ত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ

Categories