• রবিবার, ১১ জুন ২০২৩, ০৪:১৯ পূর্বাহ্ন
  • Bengali Bengali English English
সংবাদ শিরোনাম
বাধ্যতামূলক রিটার্ন দেওয়ার ক্ষেত্রে আরও পাঁচটি সেবা যুক্ত হচ্ছে প্রবীণ রাজনীতিবিদ সিরাজুল আলম খান মারা গেছেন ঈদে বাসের অগ্রিম টিকিট কাউন্টারে বিক্রি শুরু ১৩ জুন সব বিভাগেই বৃষ্টির আভাস, নদীবন্দর-উপকূলে সতর্কতা এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ১৭ আগস্ট অর্পিত সম্পত্তি লিজ দিতে পারবেন জেলা প্রশাসকরা: হাইকোর্ট মাধ্যমিকে শ্রেণি কার্যক্রম বন্ধ বৃহস্পতিবার সংলাপ নিয়ে আমির হোসেন আমুর বক্তব্য ব্যক্তিগত: তথ্যমন্ত্রী অনিয়ম-প্রভাব সৃষ্টি করলে ভোট বন্ধ বৃষ্টি কবে হবে জানালো আবহাওয়া অফিস রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘দেশে এমন কোনো সংকট নেই যে জাতিসংঘের মধ্যস্থতার প্রয়োজন’ তীব্র দাবদাহে এবার ইবতেদায়ি মাদ্রাসা বন্ধ ঘোষণা সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ১২ গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৮৩২২

বিশ্বকাপ পরিকল্পনায় রিয়াদ-আফিফ রয়েছে : তামিম

প্রজন্মের আলো / ১২ শেয়ার
Update : সোমবার, ৮ মে, ২০২৩
প্রতিকী ছবি

অনলাইন ডেস্ক:

বিগত কয়েক সিরিজ ধরেই বাংলাদেশ জাতীয় দলে নানা পরীক্ষানিরীক্ষা চালাচ্ছেন নির্বাচকরা। আসন্ন বিশ্বকাপে ভারতে টাইগারদের ক্যামন স্কোয়াড পাঠাবে তা নির্ধারণ করতেই এত আয়োজন চলছে। আর এসব করতে গিয়ে দল থেকে ছিটকে গিয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া বাদ গেল দুই সিরিজে দলে জায়গা হারিয়েছেন আফিফ হোসেন ধ্রুবও। মূলত টানা অফ ফর্মের কারণেই দলের বাইরে রয়েছেন তারা। কিন্তু দলের বাইরে রইলেও তারা রয়েছেন সকলের নজরে তারা সিরিজের স্কোয়াডে না থাকলেও বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার রাস্তা তাদের জন্য খোলা রয়েছে এমনটা এতদিন নির্বাচকরা জানালেও এবার এ বিষয়টি নিশ্চিত করলেন খোদ টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

তামিমরা বর্তমানে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অবস্থান করছেন ইংল্যান্ডে। আর সেখানেই গতকাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান টাইগারদের বিশ্বকাপ পরিকল্পনায় রিয়াদ-আফিফের থাকার বিষয়ে। রবিবার চেমসফোর্ডে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘আমি এটা নিয়ে অনেক কথা শুনছি যে এটা কী হচ্ছে না হচ্ছে (রিয়াদের বিশ্বকাপ দলে থাকা)। কিন্তু আমার মনে হয় না…তিনি অবশ্যই অবশ্যই আমাদের পরিকল্পনা আছেন। উনি না, এই মুহূর্তে যে দলে নেই প্রিমিয়ার লিগে ভালো করছে; আমরা ওদের নিয়ে অবশ্যই কথাবার্তা বলছি। যেটা আমি বললাম, দলের জন্য সেরা যেটা হবে সেটাই করবে।’

এসময় গেল কয়েক সিরিজ ধরেই টাইগার স্কোয়াডে অদল-বদল আনার বিষয়ে তামিম বলেন, ‘গত কয়েকটি সিরিজেই বেশ পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ক্রিকেট বোর্ড। এর মধ্যে স্কোয়াডে আলাদা ক্রিকেটার রাখার সঙ্গে আছে ব্যাটিং অর্ডারে রদবদলও, সেসব মনে করিয়ে দিয়েছেন তামিম। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলছেন, এশিয়া কাপের দল পেলেই অনেকটা পরিষ্কার হয়ে যাবে বিশ্বকাপের দলের ছবি।

এক পর্যায়ে বিশ্বকাপের আগে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ বাংলাদেশ দলেই বিশ্বকাপের স্কোয়াডের প্রতিচ্ছবি দেখা যাবে উল্লেখ করে অধিনায়ক বলেন, ‘একটা আইডিয়া পেয়ে যাবেন যখন আমরা এশিয়া কাপ খেলব। ঐ যে স্কোয়াডটা আমরা করব, অনেকটা সেটাই হবে বিশ্বকাপের স্কোয়াড; যদি কেউ চরমভাবে ব্যর্থ হয় অথবা ইনজুরিতে না পড়ে। তাছাড়া আমার মনে হয় না ওরকম কোনো পার্থক্য হবে। এই সিরিজ, হয়তো পরের সিরিজ এগুলোতে যতটুকু মানুষকে দেখা নতুন করে কিছু সুযোগ দেওয়া। এই সিরিজগুলোকেই আমরা মূলত টার্গেট করছি। শেষ সিরিজেও দেখেন, কিছু ব্যাটিং অর্ডার বদলেছি, কয়েক জনকে ওপরে ব্যাটিং করিয়েছি। আফিফের কথাও যদি বলি, আমার মনে হয় তারও একই সুযোগ আছে অন্য যেকোনো খেলোয়াড়ের মতো। সে ভালোও করছে। হয়তো দু-একটা সিরিজ যে কোনো মানুষেরই খারাপ যেতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় রিয়াদ-আফিফ আমাদের হিসেবে আছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories