• মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এসএসসির ফল প্রকাশ আজ, যেভাবে জানা যাবে শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড বিকেল ৫টার আগে দপ্তর ছাড়তে পারবেন না সরকারি কর্মচারীরা এবার এইচএসসিতে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে ইরান পারমাণবিক কর্মসূচিতে ফিরলে আবার হামলা হবে: ট্রাম্প ট্রাম্পের অনুরোধে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে কাতার: রয়টার্সের প্রতিবেদন নওগাঁর ধামইরহাট থানার ট্রাংক ভেঙে এইচএসসি’র প্রশ্নপত্র চুরি ইরানে সামরিক হামলায় নীতিগত অনুমোদন ট্রাম্পের ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭৯৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা-২০২৫

প্রজন্মের আলো / ১২৪ শেয়ার
Update শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

আরিফুল ইসলাম:
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, রাজশাহী গবেষণাগারের আয়োজনে তিন দিনব্যাপী (১৬-১৮ জানুয়ারি) “বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা- ২০২৫ শুরু হয়েছে।  বৃহস্পতিবার সকাল ১১টায় এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা আরম্ভ হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী, সদস্য (প্রশাসন) বিসিএসআইআর, মেলা উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর গবেষণা সমন্বয়কারী ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নূরুল হুদা ভূঁইয়া।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএসআইআর, রাজশাহী গবেষণাগারের পরিচালক ড. মোঃ সেলিম খান, সিএসও। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিএসআইআর, রাজশাহী গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ বাদরুল ইসলাম । প্ৰধান অতিথি বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী তার বক্তব্যে বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে অভিনব প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত হবে এবং বিজ্ঞানমনস্ক জাতিগঠণে অসামান্য ভূমিকা রাখবে। আজকের ক্ষুদে বিজ্ঞানীরা বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গঠনের মাধমে নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন ।
বিশেষ অতিথি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নূরুল হুদা ভূঁইয়া বলেন, এ ধরনের মেলা বিজ্ঞানমনস্ক জাতি গঠনের জন্য সহায়ক হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেন্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের কোনো বিকল্প নেই। অনুষ্ঠানের সভাপতি ড. মোঃ সেলিম খান বলেন, এ মেলার প্রকৃত উদ্দেশ্য হল নতুন প্রজন্মের মাঝে বিজ্ঞান সচেতনতা বৃদ্ধির পাশাপাশি গবেষণার মাধ্যমে টেকসই উন্নয়ন করা এবং জনগণের চাহিদা অনুযায়ী নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে তাদের আগ্রহ সৃষ্টি করা। এ মেলায় রাজশাহীর স্বনামধন্য স্কুল, কলেজ ও ক্লাবসহ ৪৪ টিরও বেশি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবনী স্টল দিয়ে ৪৯ টি বৈজ্ঞানিক প্রজেক্টের মাধ্যমে মেলাটিকে সুসজ্জিত করেছে। সকলের জন্য মেলা প্রতিদিন সকাল ১০:০০ টা হতে বিকাল ৫:০০ টা পর্যন্ত উম্মুক্ত থাকবে। শিক্ষার্থীদের তিনটি গ্রুপে (৬ষ্ঠ-৮ম শ্রেণিঃ ‘A’-গ্রুপ, ৯ম-১০ম শ্রেণিঃ ‘B’-গ্রুপ, ১১শ-১২শ শ্রেণি ও বিজ্ঞান ক্লাব ‘C’-গ্রুপ) বিভক্ত করে মেলায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রকল্পসমূহ মেলায় প্রদর্শন করবে। মেলার সমাপনী দিনে স্টল মূল্যায়নের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ১ম, ২য় ও ৩য় স্টলকে বিশেষ পুরস্কার ছাড়াও প্রত্যেক স্টলকে সনদ প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories