• বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এসএসসির ফল প্রকাশ আজ, যেভাবে জানা যাবে শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড বিকেল ৫টার আগে দপ্তর ছাড়তে পারবেন না সরকারি কর্মচারীরা এবার এইচএসসিতে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে ইরান পারমাণবিক কর্মসূচিতে ফিরলে আবার হামলা হবে: ট্রাম্প ট্রাম্পের অনুরোধে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে কাতার: রয়টার্সের প্রতিবেদন নওগাঁর ধামইরহাট থানার ট্রাংক ভেঙে এইচএসসি’র প্রশ্নপত্র চুরি ইরানে সামরিক হামলায় নীতিগত অনুমোদন ট্রাম্পের ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭৯৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

ভারত যখন বলে বিক্ষোভ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, তা পীড়াদায়ক: ইউনূস

প্রজন্মের আলো / ৭২ শেয়ার
Update সোমবার, ৫ আগস্ট, ২০২৪
ড. ইউনূস, ফাইল ফটো

অনলাইন ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ। এমন পরিস্থিতির জন্য বাংলাদেশ সরকারকে দায়ী করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকার তিনি বলেছেন, এটাই প্রথমবার নয় তারা কোটা সিস্টেম নিয়ে আন্দোলন করছে… কিন্তু সরকার অত্যন্ত অপমানজনকভাবে এর প্রতিক্রিয়া দেখিয়েছে, যা তরুণদের উস্কে দিয়েছে।

এছাড়া সাক্ষাৎকারে মুহাম্মদ ইউনূস বলেছেন, গণতন্ত্র না থাকার কারণে বাংলাদেশে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এর প্রভাব প্রতিবেশী দেশগুলোতেও পড়বে।

কিন্তু এই বিক্ষোভকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে ভারতের যে অবস্থান তা কষ্টদায়ক হিসেবে উল্লেখ করেছেন নোবেলজয়ী ইউনূস।

সরকারের অভিযোগ বিক্ষোভের পেছনে বিরোধীরা? এমন প্রশ্নের জবাবে ইউনূস বলেছেন, সরকার তো এমনটাই বলবে। সরকার মিথ্যা তৈরির কারখানা, টানা মিথ্যাচার করেই যাচ্ছে। এটাই হলো সমস্যা। তারা নিজেদের মিথ্যাচারে বন্দি।

ভারতের প্রতিক্রিয়ায় বিক্ষোভ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়?

এই প্রশ্নের জবাবে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেছেন, আমি সার্কের স্বপ্নে বিশ্বাসী। মহান উদ্দীপনায় সার্কের যাত্রা শুরু হয়েছিল কিন্ত এখন তা নেই। আমরা সার্কের প্রতিটা সদস্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। আমরা ইউরোপিয়ান ইউনিয়নের মতো সবাই পরিবারের মতো থাকতে চাই এবং একে অপরের সঙ্গে সঙ্গ উপভোগ করতে চাই।  আমরা একটা পরিবারের মতো। কিন্তু ভারত যখন বলে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, তা আমাকে পীড়া দেয়।

বাংলাদেশে কবে ফেরার পরিকল্পনা আপনার?

ইউনূস বলেছেন, আগস্টের শেষ পর্যন্ত ইউরোপ এবং লাতিন আমেরিকার বিভিন্ন দেশে আমার পূর্ব পরিকল্পিত অনুষ্ঠান আছে।

 সূত্র: ইত্তেফাক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories