তানভীর রহমান:
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এফএনবি নওগাঁ জেলার উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
একুশের প্রথম প্রহর ১২.০১ মিনিটে শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (এফএনবি) নওগাঁ জেলা কমিটির সভাপতি ফজলুল হক খান, সদস্যসচিব ও প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী।
এ সময় ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (এফএনবি) নওগাঁ জেলা কমিটির সদস্য ও ব্রাক নওগাঁ জেলা প্রতিনিধি স্বপন কুমার মিস্ত্রি, জননীর নির্বাহী পরিচালক আকরামুল ইসলাম, নিশানের নির্বাহী পরিচালক মহিদুর রহমান, আশা ,ব্যুরো বাংলাদেশ, ঘাসফুল ,আরডিআরএস , রিক , টিএমএসএস , এসএসএস এর কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহন করেন।