পারভেজ গাদ্দাফী :
নওগাঁর আত্রাইয়ে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো “নবীনবরণ ও এইচএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২০২৫”। ২১ জুন শনিবার সকাল ১০টায় শুরু হওয়া এই অনুষ্ঠানটি আয়োজন করে কলেজ ছাত্রদল।
ভার্চুয়ালি উদ্বোধক হিসেবে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,জনাব শামীম হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি ও সভাপতি আত্রাই উপজেলা বিএনপি জনাব এসএম রেজাউল ইসলাম রেজু, প্রধান বক্তা সাধারণ সম্পাদক আত্রাই উপজেলা বিএনপি তসলিম উদ্দিন সাখিদার।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি বিশ্ববিদ্যালয় জনাব মোঃ মাহাবুবুল হক দুলু ও নওগাঁ জেলা ছাত্রদলের সম্মানিত নেতৃত্ববৃন্দ।
প্রধান অতিথি এস রেজাউল ইসলাম রেজু যিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল—”শিক্ষা, ঐক্য ও প্রগতি”—যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলার জন্য দিকনির্দেশনা প্রদান করে।
উদ্বোধক শামীম হোসেন বলেন,এই অনুষ্ঠান শুধু একটি বিদায় কিংবা বরণ নয়, বরং একটি প্রজন্মের নতুন সূচনা ও অপর একটি প্রজন্মের স্বপ্ন পূরণের পথে যাত্রার চিত্র তুলে ধরে। মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের এই অনন্য আয়োজন স্মরণীয় হয়ে থাকবে অংশগ্রহণকারী সকলের হৃদয়ে।
অনুষ্ঠানে নতুন আগত শিক্ষার্থীদের ফুল, কলম, স্কেল ও ফাইল উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। এতে নবীন শিক্ষার্থীদের মধ্যে নতুন উচ্ছ্বাস ও উদ্দীপনার সৃষ্টি হয়। অন্যদিকে, বিদায়ী এইচএসসি শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয় এক সংবেদনশীল পর্ব, যেখানে সকল শিক্ষক ও সহপাঠীরা আবেগঘন মুহূর্ত ভাগ করে নেন।
কলেজ চত্বরে ছিল মনোমুগ্ধকর সাজসজ্জা, শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কবিতা, গান ও স্মৃতিচারণা। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শৃঙ্খলা, উৎসাহ এবং হৃদয়ছোঁয়া ভালোবাসা।
আয়োজক ছাত্রদলের মোল্লা আজাদ সরকারি কলেজ শাখার সভাপতি রিফাত হাসান বলেন বলেন,
“নতুনদের স্বাগত ও এইচএসসি শিক্ষার্থীদের বিদায়—এই দুই অনুভূতির সমন্বয়ে আমরা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা, ঐক্য ও প্রগতির বার্তা পৌঁছে দিতে চেয়েছি। ভবিষ্যতেও এধরনের মানবিক অনুষ্ঠান চলমান থাকবে।”
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষক ও অতিথিরা নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের সফল ও সুন্দর ভবিষ্যতের কামনা করেন।