• বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এসএসসির ফল প্রকাশ আজ, যেভাবে জানা যাবে শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড বিকেল ৫টার আগে দপ্তর ছাড়তে পারবেন না সরকারি কর্মচারীরা এবার এইচএসসিতে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে ইরান পারমাণবিক কর্মসূচিতে ফিরলে আবার হামলা হবে: ট্রাম্প ট্রাম্পের অনুরোধে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে কাতার: রয়টার্সের প্রতিবেদন নওগাঁর ধামইরহাট থানার ট্রাংক ভেঙে এইচএসসি’র প্রশ্নপত্র চুরি ইরানে সামরিক হামলায় নীতিগত অনুমোদন ট্রাম্পের ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭৯৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে শিক্ষা, ঐক্য ও প্রগতির বার্তা

প্রজন্মের আলো / ৩০ শেয়ার
Update শনিবার, ২১ জুন, ২০২৫

পারভেজ গাদ্দাফী :
নওগাঁর আত্রাইয়ে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো “নবীনবরণ ও এইচএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২০২৫”। ২১ জুন শনিবার সকাল ১০টায় শুরু হওয়া এই অনুষ্ঠানটি আয়োজন করে কলেজ ছাত্রদল।
ভার্চুয়ালি উদ্বোধক হিসেবে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,জনাব শামীম হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি ও সভাপতি আত্রাই উপজেলা বিএনপি জনাব এসএম রেজাউল ইসলাম রেজু, প্রধান বক্তা সাধারণ সম্পাদক আত্রাই উপজেলা বিএনপি তসলিম উদ্দিন সাখিদার।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি বিশ্ববিদ্যালয় জনাব মোঃ মাহাবুবুল হক দুলু ও নওগাঁ জেলা ছাত্রদলের সম্মানিত নেতৃত্ববৃন্দ।
প্রধান অতিথি এস রেজাউল ইসলাম রেজু যিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল—”শিক্ষা, ঐক্য ও প্রগতি”—যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলার জন্য দিকনির্দেশনা প্রদান করে।
উদ্বোধক শামীম হোসেন বলেন,এই অনুষ্ঠান শুধু একটি বিদায় কিংবা বরণ নয়, বরং একটি প্রজন্মের নতুন সূচনা ও অপর একটি প্রজন্মের স্বপ্ন পূরণের পথে যাত্রার চিত্র তুলে ধরে। মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের এই অনন্য আয়োজন স্মরণীয় হয়ে থাকবে অংশগ্রহণকারী সকলের হৃদয়ে।
অনুষ্ঠানে নতুন আগত শিক্ষার্থীদের ফুল, কলম, স্কেল ও ফাইল উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। এতে নবীন শিক্ষার্থীদের মধ্যে নতুন উচ্ছ্বাস ও উদ্দীপনার সৃষ্টি হয়। অন্যদিকে, বিদায়ী এইচএসসি শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয় এক সংবেদনশীল পর্ব, যেখানে সকল শিক্ষক ও সহপাঠীরা আবেগঘন মুহূর্ত ভাগ করে নেন।
কলেজ চত্বরে ছিল মনোমুগ্ধকর সাজসজ্জা, শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কবিতা, গান ও স্মৃতিচারণা। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শৃঙ্খলা, উৎসাহ এবং হৃদয়ছোঁয়া ভালোবাসা।
আয়োজক ছাত্রদলের মোল্লা আজাদ সরকারি কলেজ শাখার সভাপতি রিফাত হাসান বলেন বলেন,
“নতুনদের স্বাগত ও এইচএসসি শিক্ষার্থীদের বিদায়—এই দুই অনুভূতির সমন্বয়ে আমরা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা, ঐক্য ও প্রগতির বার্তা পৌঁছে দিতে চেয়েছি। ভবিষ্যতেও এধরনের মানবিক অনুষ্ঠান চলমান থাকবে।”
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষক ও অতিথিরা নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের সফল ও সুন্দর ভবিষ্যতের কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories