রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রজন্মের আলো
/ ৮৮৩১
শেয়ার
Update
সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
অনুগ্রহ করে শেয়ার করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের ৩২তম কার্যনির্বাহী পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সংবাদদাতা:
রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের ৩১তম কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা – ২০২৪ অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের ৩১তম কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ফাতেমা মোস্তারিনের সঞ্চালনায় ও সভাপতি মাহামুদুল হাসানের সভাপতিত্বে আজ শনিবার (২০ জানুয়ারি) দুপুর ২.০০ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সিসিডিসি গ্যালারীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের ৩১তম কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভার শুভ সূচনা হয় এবং সন্ধ্যা ৬.০০ মিনিটে এর সফল সমাপ্তি ঘটে। বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের সম্মানিত উপদেষ্টা প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, প্রফেসর ড. মোহাম্মদ নাজিমুল হক ও প্রফেসর ড. মো. সুলতান মাহমুদ রানা এবং উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের সিনিয়র ফোরামিস্টবৃন্দ, কার্যনির্বাহী সদস্য, প্রতিনিধি ও সাধারণ সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শুরতেই প্রায় ২০০ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অতিথিদের আসন গ্রহণ ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর পর্যায়ক্রমে কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক ও সর্বশেষ সাধারণ সম্পাদকের বাৎসরিক প্রতিবেদন উত্থাপন, পর্যবেক্ষণ, মূল্যায়ণ ও সংবিধান সংশোধনী গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়। আজকের বার্ষিক সাধারণ সভায় ৩ টি প্রস্তাবনা ও সংশোধনী উত্থাপিত হয়। প্রস্তাবনা ও সংশোধনী ৩ টি হলো:
১. ৩১ তম কার্যনির্বাহী কমিটির গত ২৪ ডিসেম্বর ২০২২ খ্রি. থেকে ২০ জানুয়ারি ২০২৪ খ্রি. পর্যন্ত পরিচালিত কার্যক্রমকে বৈধ ঘোষণা।
২. প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে সর্বনিন্মএকজন করে ডিপার্টমেন্ট অ্যাম্বাসেডর নিয়োগ প্রদান করা।
৩. রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম অ্যালামনাই এসোসিয়েশনকে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠা করা।
সাধারণ সভায় উত্থাপিত ৩ টি প্রস্তাবনা ও সংশোধনী সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং ভবিষ্যতে গঠনতন্ত্রের প্রতি সম্পূর্ণ আনুগত্য রেখে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। সংবিধান সংশোধনী ও প্রস্তাবনা উত্থাপন ও গ্রহনের পর সিনিয়র ফোরামিস্ট ও অতিথিবৃন্দের আলোচনা পর্ব সম্পন্ন হয়। এরপর ৩১তম কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ অতিথিদের কাছ থেকে বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করে। অতঃপর, মেধা যাচাই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম ৫ জনকে প্রফেসর’স প্রকাশনের সৌজন্যে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। সর্বশেষে, সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা – ২০২৪ এর সমাপ্তি ঘোষণা করা হয়।