রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রজন্মের আলো
/ ১১০৩
শেয়ার
Update
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
অনুগ্রহ করে শেয়ার করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের ৩২তম কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত -- প্রজন্মের আলো
সংবাদদাতা:
রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের ৩২তম কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২০ ডিসেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্সের কনফারেন্স রুমে দুপুরে এই সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের প্রতিষ্ঠাকালীন সম্মানিত উপদেষ্টা প্রফেসর মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও পাঠক ফোরামের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ফরিদ উদ্দিন খান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের প্রতিষ্ঠাতা ও সম্মানিত উপদেষ্টা জনাব আরিফ হাসনাত এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও পাঠক ফোরামের সম্মানিত উপদেষ্টা ড. মোঃ আমিরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতেই প্রায় ২০০ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, পর্যবেক্ষণ, মূল্যায়ণ এবং গঠনতন্ত্র সংশোধনী অনুমোদন করা হয়। এরপর অনুষ্ঠানের অতিথিবৃন্দ তাঁদের মূল্যবান বক্তব্য পেশ করেন। সর্বশেষ বিদায়ী ৩২তম কার্যনির্বাহী কমিটির সদস্যদের সম্মাননা স্মারক ও মেধা যাচাই প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ৫ জনকে প্রফেসর’স প্রকাশনের সৌজন্যে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম একটি ক্যারিয়ার কেন্দ্রিক অরাজনৈতিক, অলাভজনক ও সেচ্ছাসেবী সংগঠন। ১৯৮৯ সালের ৪ঠা এপ্রিল জনাব আরিফ হাসনাতের হাত ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম প্রতিষ্ঠিত হয়। একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম সুদীর্ঘ ৩৬ বছর ধরে সফলতার সাথে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা প্রায় ১৩০০০ জন।