অনলাইন ডেস্ক:
শিক্ষার্থীসহ সব অভিভাবককে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছে সরকার। রোববার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
এতে বলা হয়, বিভিন্ন জায়গায় ‘জঙ্গি’ হামলা হচ্ছে। হামালকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সরকার পদত্যাগের এক দফা দাবিতে আজ রোববার শুরু হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন। অসহযোগের প্রথম দিনে পুলিশ, আওয়ামী লীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে সারাদেশে অন্তত ৬৫ জন মারা গেছেন। অনেক মানুষ আহত হয়েছে।
এছাড়া সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা করে ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।