শুরুতেই পাকিস্তানের পেস আক্রমণ সামলাতে ব্যর্থ বাংলাদেশ টপ অর্ডার। আট ওভারেই তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ। আজ শুরুতেই ব্যর্থ মিরাজ। শূন্য রানে ফেরেন সাজঘরে।
এরপর ব্যাটিংয়ে নেমে ভালোভাবেই শুরু করেন লিটন কুমার দাস। পাকিস্তান পেসারদের গতি সামলে বাউন্ডারি মারতে থাকা লিটনকে ফেরান শাহিন। ১৩ বল খেলে ১৬ রানে থামে লিটনের ইনিংস।
নিজের প্রথম ওভারে বোলিংয়ে এসে পেসার হারিস রউফ ফেরান ওপেনার নাইম শেখকে। ২৫ বলে ২০ রান করেন নাইম। পরের ওভারে বোলিংয়ে এসে শিকার করেন তাওহীদ হৃদয়কে।
এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।