সোশ্যাল ইনোভেশন টিম চকদেবপাড়া শাখা এর উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করা হয় ।
মঙ্গলবার এক্সট্রা কেয়ার কোচিং সেন্টার শহিদুলের মোড় চকদেব পাড়ায় ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট সমাজসেবী এস,এম,সামছুল আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোস্যাল ইনোভেশন টিম নওগাঁর সাধারণ সম্পাদক ও বিয়াম স্কুলের অধ্যক্ষ সারিফুর রহমান, প্রফেসর জাহাঙ্গীর আলম,সহ-সভাপতি সোস্যাল ইনোভেশন টিম, রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান, প্রজন্মের আলো সম্পাদক ও সোস্যাল ইনোভেশন টিম নওগাঁ জেলা কমিটির গবেষণা ও মূল্যায়ন সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, সোস্যাল ইনোভেশন টিম চকদেব পাড়া শাখার সাধারণ সম্পাদক মোঃমিশন হোসেন, মীর আহম্মদ আলী,সদস্য, মিজানুর রহমান,মো.ইসমাইল হোসন, এছাড়া সোস্যাল ইনোভেশন টিম চকদেব পাড়ার সদস্য বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/projonmeralo/public_html/wp-includes/functions.php on line 6114