• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:০৯ অপরাহ্ন
  • Bengali Bengali English English
সংবাদ শিরোনাম
মাধ্যমিক স্তরে নারী শিক্ষার্থীদের ঝরে পড়ার হার ৩৪.৮৭ শতাংশ স্বাস্থ্যসেবায় পাঁচ বছরে ব্যয় বেড়েছে তিন গুণ: গবেষণা ৫০ হাজার মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমোদন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে মানুষের ঢল রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে বিশ্বের ২২০ কোটি মানুষ বিশুদ্ধ পানি পায় না: জাতিসংঘ অবন্তিকার মৃত্যু; সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকী আটক জিম্মি বাংলাদেশি জাহাজে আরও জলদস্যু উঠেছে, পরিস্থিতি উদ্বেগজনক অবন্তিকার মৃত্যুর ঘটনায় উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১০ বিশিষ্টজন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৪ গাজায় ইফতারের লাইনে দাঁড়ানো মানুষের উপর গুলি, নিহত ৬ শান্ত-মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের সহজ জয় জাহাজ অপহরণ ৫০ লাখ ডলার দাবি জলদস্যুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত: সর্বোচ্চ শাস্তির সুপারিশ হাইকোর্টের রমজানে খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

কী আছে প্যান্ডোরা পেপার্সে

প্রজন্মের আলো / ১৩৮ শেয়ার
Update মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
বিশ্বের প্রভাবশালী রাজনীতিকসহ অন্য ব্যক্তিদের আর্থিক কেলেঙ্কারি ফাঁস করেছে প্যান্ডোরা পেপার্স। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক:

আমেরিকান সংস্থা ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসের কাছে (আইসিআইজে) ১ কোটি ১৯ লাখ আর্থিক লেনদেনের নথি এসেছে। আইসিআইজে তাদের প্রতিবেদনে জানায়, ওইসব নথিতে ১৪টি অফশোর সার্ভিস কোম্পানির ২.৯৪ টেরাবাইট গোপন তথ্য রয়েছে।

ওই সার্ভিস কোম্পানিগুলো বিশ্বজুড়ে ট্যাক্স হ্যাভেন দেশগুলোতে শেল কোম্পানি (কেবল কোম্পানির কাগজেকলমে অস্তিত্ব আছে, বাস্তবে কোনো কার্যালয় বা কর্মী নেই) ও ট্রাস্ট প্রতিষ্ঠা ও পরিচালনা করে।

রাজনৈতিক ক্ষমতা ও গোপন অফশোর ফিন্যান্স যে ওতপ্রোতভাবে জড়িত, তা বিশ্বকে আরেকবার জানাল প্যান্ডোরা পেপার্স।

ট্যাক্স হ্যাভেন হিসেবে পরিচিত যেসব দেশ বিদেশি বাণিজ্য ও ব্যক্তি বিনিয়োগের ক্ষেত্রে তাদের ব্যাংক আমানতের জন্য ট্যাক্স চায় না বা চাইলেও পরিমাণে খুবই নগণ্য, তাদের এত বিপুল পরিমাণ নথি এর আগে কখনো ফাঁস হয়নি।

এ অনুসন্ধানে ৯০টির বেশি দেশের ৩৩০ জনের বেশি রাজনীতিক ও উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তার গোপন লেনদেন ও লুকানো সম্পদের হদিস পাওয়া যায়। রাজনীতিকদের মধ্যে ৩৫টি দেশের সাবেক ও বর্তমান নেতা রয়েছেন।

নেতাদের মধ্যে রয়েছেন জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ, কোট ডে ভোয়া ও চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী, ইকুয়েডর, কেনিয়া ও গ্যাবনের প্রেসিডেন্ট ও এল সালভাদর, পানামা, প্যারাগুয়ে ও হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট।

এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মেয়র, মন্ত্রী, প্রেসিডেন্টের উপদেষ্টা, সামরিক কর্মকর্তা ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও রয়েছেন।

৪৫টি দেশের ১৩০ জনের বেশি ধনকুবেরের গোপন অফশোর লেনদেনের তথ্য রয়েছে নথিগুলোতে। এদের মধ্যে রাশিয়ার ৪৬ ক্ষমতাধর ব্যক্তিও রয়েছেন।

ফোর্বসের তথ্য অনুযায়ী, ১৩০ জনের মধ্যে ১০০ ধনকুবেরের মোট সম্পদের পরিমাণ ৬০০ বিলিয়ন ডলারের বেশি।

অন্যান্য ক্লায়েন্টের মধ্যে রয়েছেন ব্যাংকার, বড় রাজনৈতিক পৃষ্ঠপোষক, অস্ত্র ব্যবসায়ী, আন্তর্জাতিক অপরাধী, পপ স্টার, গোয়েন্দা সংস্থার প্রধান ও ক্রীড়া তারকারা।

প্যান্ডোরা পেপার্স নিয়ে প্রায় দুই বছর ধরে ৬০০-এর বেশি সাংবাদিক ১১৭টি দেশ ও অঞ্চলে কাজ করেছেন। আইসিআইজে দেড় শ সংবাদমাধ্যমকে নথিগুলো দিয়েছে।

আইসিআইজের অনুসন্ধানে পাওয়া নথি গত পাঁচ দশকের। বেশির ভাগই ১৯৯৬ সাল থেকে ২০২০ সালের মাঝামাঝি সময়ের। ২৯ হাজারের বেশি অফশোর সম্পদের মালিকের তথ্য নথিতে অন্তর্ভুক্ত।

পাঁচ বছর আগে পানামা পেপার্স অনুসন্ধানের চেয়ে দ্বিগুণ অফশোর মালিকের নাম প্যান্ডোরা পেপার্সে রয়েছে।

বিশেষজ্ঞদের ভাষ্য, অফশোর কোম্পানির স্বত্বাধিকারী হওয়া বৈধ হলেও অবৈধ অর্থ লেনদেন, ঘুষ দেয়া, অর্থপাচার, কর ফাঁকি, সন্ত্রাসবাদে অর্থায়ন, মানব পাচারসহ অন্যান্য মানবাধিকার লঙ্ঘন এসব কোম্পানির মাধ্যমে সম্ভব।

ব্রাজিলিয়ান কোম্পানি ওডেব্রেশটের ঘুষ লেনদেন, ফিফাগেইট নামে পরিচিত আন্তর্জাতিক ফুটবল কেলেঙ্কারিসহ বিভিন্ন দুর্নীতি কেলেঙ্কারি নতুন করে সামনে নিয়ে এসেছে প্যান্ডোরা পেপার্স।

ট্যাক্স হ্যাভেনে সম্পদ লুকানোর ফলে ক্ষতিগ্রস্ত হয় দরিদ্র দেশগুলো। প্যান্ডোরা পেপার্স জানায়, আন্তর্জাতিক নেতারা ট্যাক্স ও আইন প্রয়োগকারী সংস্থার চোখে ধুলা দিয়ে গোপনে অর্থ ও সম্পদ পাচারের সঙ্গে জড়িত।

আইসিআইজে এ অনুসন্ধানকে প্যান্ডোরা পেপার্স বলছে কারণ পানামা ও প্যারাডাইজ পেপার্সের পরম্পরার ভিত্তিতে সাংবাদিকদের মধ্যে আন্তর্জাতিক এ সহযোগিতা গড়ে ওঠে। গ্রিক পুরাণ বর্ণিত প্যান্ডোরার বাক্স এখনও উদ্বেগ ও দুর্দশার প্রতীক।

আইসিআইজের অনুসন্ধানে আরও জানা গেছে, সময় গড়ানোর সঙ্গে সম্পদ গোপনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র।

প্যান্ডোরা পেপার্স যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যের ২০৬টি ট্রাস্টের নথি জোগাড় করেছে।

ফাঁস হওয়া নথির মাধ্যমে দেখা গেছে, শিকাগোভিত্তিক বহুজাতিক আইনি সংস্থা বেকার ম্যাকেঞ্জি আধুনিক অফশোর ব্যবস্থা সৃষ্টিতে বড় ভূমিকা রেখেছে। আর এই ব্যবস্থা টেকসই রাখতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে পানামার আইনি সংস্থা অ্যালকোগ্যালের।

প্যান্ডোরা পেপার্সে যাদের নাম রয়েছে

# জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বিন আল-হুসাইন

# চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেজ বেবিজ

#গ্যাবনের প্রেসিডেন্ট আলি বঙ্গো

# কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা

# কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ডেনিস সাসো এনগুয়েসো

# আইভরি কোস্টের প্রধানমন্ত্রী প্যাট্রিক আচি

# লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি

# সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম

# ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট লুইস আবিনাদের

# ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলেরমো লাসো

# মন্টিনিগ্রোর প্রেসিডেন্ট মিলো জুকানোভিচ

# ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

# কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানি

# শ্রীলঙ্কার সাবেক মন্ত্রী নিরুপমা রাজাপাকসে

# শাদের রাষ্ট্রদূত জাকারিয়া ইদ্রিস ডেবি ইতনো

# মরক্কোর রাজকুমারী লালা হাসনা

# চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা

# হংকংয়ের সাবেক প্রধান নির্বাহী সি লিয়াং

# যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার

# রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী

# মোজাম্বিকের সাবেক প্রধানমন্ত্রী এয়ারস আলি

# বাহরাইনের সাবেক প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা

# কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট সিজার গাভিরিয়া

# হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট পোরফিরিও লোবো

# এল সালভাদরের সাবেক প্রেসিডেন্ট আলফ্রেদো ক্রিস্টিয়ানি

# জর্ডানের সাবেক প্রধানমন্ত্রী আব্দেলকরিম কাবারিতি

# এল সালভাদরের সাবেক প্রেসিডেন্ট ফ্রান্সিসকো ফ্লোরস

# জর্ডানের সাবেক প্রধানমন্ত্রী নাদের দাহাবি

# প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোরাসিও কারতেস

# হাইতির সাবেক প্রধানমন্ত্রী লওরেন্ট লামোথি

# পেরুর সাবেক প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুজিনস্কি

# পানামার সাবেক প্রেসিডেন্ট জুয়ান কার্লোস ভারেলা

# জর্জিয়ার সাবেক প্রধানমন্ত্রী বিদজিনা ইভানিশভিলি

# মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রী সার্টিন রুশওয়া

# পানামার সাবেক প্রেসিডেন্ট রিকার্ডো মার্টিনেলি

# পানামার সাবেক প্রেসিডেন্ট এরনেস্তো পেরেজ বালাদারেজ

# কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেজ পাসত্রানা

# লেবাননের সাবেক প্রধানমন্ত্রী হাসান দিয়াব

# কাতারের সাবেক আমির সাবাহ আল-আহমেদ আল-সাবাহ

# কাতারের সাবেক প্রধানমন্ত্রী হামাদ বিন জসিম আল থানি

# পাকিস্তানের অর্থমন্ত্রী শওকত তারিন

# পাকিস্তানের সাবেক পানিসম্পদমন্ত্রী মুনিস ইলাহি

# ব্রাজিলের অর্থনীতিমন্ত্রী পাওলো গুয়েদেস

# মাল্টার সাবেক মন্ত্রী জন দালি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories