• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন
  • Bengali Bengali English English
সংবাদ শিরোনাম
৪১ জেলায় তাপপ্রবাহ, আরও বাড়বে গরমের তীব্রতা সারাদেশে হিটস্ট্রোকে চার মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নয়, এবার নতুন দাবি এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল দেশে তীব্র তাপমাত্রা, ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল আরো ৭ দিন রোববার খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান: হিট অ্যালার্টে স্কুল বন্ধ চান অভিভাবকরা বিমা কোম্পানী পরিচালনায় আসছে নতুন আইন সারাদেশে হিট অ্যালার্ট জারি ইসরায়েলের সঙ্গে গুগলের চুক্তি, প্রতিবাদ করায় চাকরি গেলো ২৮ কর্মীর তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে ৯৬ হাজার শিক্ষক নিয়োগ: আবেদন যেভাবে নওগাঁয় দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ একীভূত হচ্ছে ৩০০ প্রাথমিক বিদ্যালয় রয়টার্সের প্রতিবেদন ; ৫ মিলিয়ন ডলারে মুক্তি পেয়েছে এমভি আব্দুল্লাহ

নওগাঁর দুই উপজেলায় স্বতন্ত্র ১৩, নৌকা ৯

প্রজন্মের আলো / ১৪৩ শেয়ার
Update সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

সাদেকুর রহমান বাঁধন:

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁ জেলার দুই উপজেলায় ২২টি ইউনিয়নে নৌকা প্রতীকে ৯জন এবং স্বতন্ত্র পদে ১৩ জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

গতকাল রোববার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে নওগাঁ জেলার মান্দা উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ ও বদলগাছী উপজেলা নির্বাচন অফিসার মোহা. সেজারুদ্দিন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকে চারজন এবং স্বতন্ত্রপদে ১০ জন বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন- নৌকা প্রতীকে ভারশোঁ ইউনিয়নে মোস্তাফিজুর রহমান সুমন, পরানপুর ইউনিয়নে মাহফুজুর রহমান উজ্জল, কসব ইউনিয়নে ফজলুর রহমান এবং মান্দা ইউনিয়নে তোফাজ্জল হোসেন তোফা।

স্বতন্ত্র পদে বিজয়ীরা হলেন- প্রসাদপুর ইউনিয়নে আব্দুল মতিন, বিষ্ণপুর ইউনিয়নে এসএম গোলাম আজম, গণেশপুর ইউনিয়নে শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, কাঁশোপাড়া ইউনিয়নে আব্দুস সালাম, ভালাইন ইউনিয়নে গোলাম মোস্তফা মণ্ডল, নুরুল্যাবাদ ইউনিয়নে ইয়াছিন আলী প্রামাণিক, তেঁতুলিয়া ইউনিয়নে এসএম মখলেছুর রহমান কামরুল, কুসুম্বা ইউনিয়নে নওফেল আলী, কালিকাপুর ইউনিয়নে আশরাফুল ইসলাম বাবু এবং মৈনম ইউনিয়নে আনিসুর রহমান।

এ উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৮৮৮ জন। যেখানে চেয়ারম্যান পদে ৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৪০টি কেন্দ্রের ৬৮১টি কক্ষে ভোটগ্রহণ হয়। মান্দা সদর ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোটগ্রহণ হয়।

অপরদিকে বদলগাছী উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীকে পাঁচজন এবং স্বতন্ত্র তিনজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বিজয়ীরা হলেন- নৌকা প্রতীকে বদলগাছী সদর ইউনিয়নে আনোয়ার হোসেন, কোলা ইউনিয়নে শাহীনুর ইসলাম স্বপন, পাহাড়পুর ইউনিয়নে মিজানুর রহমান কিশোর, মিঠাপুর ইউনিয়নে ফিরোজ হোসেন এবং মথুরাপুর ইউনিয়নে মাসুদ রানা।

স্বতন্ত্র পদে বিজয়ী প্রার্থীরা হলেন- বালুভরা ইউনিয়নে আল এমরান হোসেন, বিলাশবাড়ী ইউনিয়নে সাইদুর রহমান কেটু এবং আধাইপুর একেএম রেজাউল কবীর পল্টন।

এ উপজেলার আটটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ২৩২ জন। যেখানে চেয়ারম্যান পদে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭৪টি কেন্দ্রের ৪৭৮টি কক্ষে ভোটগ্রহণ হয়। বদলগাছী সদর ও পাহাড়পুর ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোটগ্রহণ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories