• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ন
  • Bengali Bengali English English
সংবাদ শিরোনাম
সারাদেশে হিট অ্যালার্ট জারি ইসরায়েলের সঙ্গে গুগলের চুক্তি, প্রতিবাদ করায় চাকরি গেলো ২৮ কর্মীর তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে ৯৬ হাজার শিক্ষক নিয়োগ: আবেদন যেভাবে নওগাঁয় দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ একীভূত হচ্ছে ৩০০ প্রাথমিক বিদ্যালয় রয়টার্সের প্রতিবেদন ; ৫ মিলিয়ন ডলারে মুক্তি পেয়েছে এমভি আব্দুল্লাহ ইসরায়েলে হামলা করেছে ইরান ইসরায়েলে আঘাত হানতে সক্ষম ইরানের শক্তিশালী ৯ ক্ষেপণাস্ত্র নওগাঁয় ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ২ মান্দায় মদপানে তিন কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনায় মামলা নওগাঁর মান্দায় বিষাক্ত মদপানে তিন বন্ধুর মৃত্যু সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী ঈদের ৫ দিনের সরকারি ছুটি শুরু

নারায়ণগঞ্জে মানছে না স্বাস্থ্যবিধি, বাড়ছে সংক্রমণ-মৃত্যুর শঙ্কা

প্রজন্মের আলো / ১৭৫ শেয়ার
Update শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
মাস্ক ছাড়া চলাচল করছে মানুষ। ছবি: ফোকাস বাংলা

প্রজন্মের আলো ডেস্ক:

নারায়ণগঞ্জ ফিরেছে করোনা-পূর্ববর্তী সময়ের রূপে। সড়কে তীব্র যানজট। মার্কেট, ফুটপাত ও যানবাহনে উপচেপড়া ভিড়। এসব যানজট-ভিড়ের মাঝে অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। বেশিরভাগ মানুষই মাস্কবিহীন চলাচল করছেন। এমন পরিস্থিতিতে নতুন করে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন স্বাস্থ্যবিদরা।

স্বাস্থ্যবিদ ও সচেতন মহল বলছে, সরকারের বিধিনিষেধ চলার সময় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কিছুটা স্বাস্থ্যবিধি মেনে চলেছে বেশিরভাগ মানুষ। কিন্তু বিধিনিষেধ শিথিলের পর স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না অনেকেই।

গত তিন দিন ধরে নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় দেখা গেছে, পথচারীদের অনেকেই মাস্ক পরেননি। কারও থুতনিতে মাস্ক ঝুলছে। কেউবা হাতে রেখে দিয়েছেন। কেউবা গলায়, কেউ-কেউ কানে ঝুলিয়ে রেখেছেন। তাদের কারও মধ্যেই নেই করোনার ভীতি। নেই কোনো শঙ্কাও। আর এসব দেখারও যেন কেউ নেই।

জীবন-জীবিকাকে গুরুত্ব দিলেও জীবন বাঁচানোর সুরক্ষায় মাস্ক ব্যবহারে উদাসীন বেশিরভাগ মানুষ। শপিংমলে বা মার্কেটে ৮০ ভাগ ক্রেতা-বিক্রেতাই মাস্ক পরেন না। গণপরিবহনে যাত্রী, চালক ও হেলপারদেরও একই অবস্থা। নগরীর ১নম্বর গেট এলাকার যানবাহনগুলোতে যারা চলছেন, তাদের অনেকেই মাস্ক পরেননি। এছাড়া অধিকাংশ বাসের হেলপার ও চালকও মাস্ক পরেননি।

মাস্ক না পরে বাস চালাচ্ছিলেন ‘বাঁধন’ পরিবহনের একজন চালক। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এমনিতে যানজটের মধ্যে গরমে থাকতে হয়। মাস্ক পরলে আরও গরম লাগে। সে জন্য খুলে রাখছি।’

দোকান মালিক সমিতির কমিটির একজন সদস্য মাসুদুর রহমান খসরু বলেন, ‘যারা স্বাস্থ্যবিধি যারা মানবেন না, তাদের কাছে পণ্য বিক্রি না করার জন্য দোকান মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, প্রতি ঘণ্টায় স্বাস্থ্যবিধি মানার জন্য মাইকিং করে সবাইকে সচেতন করা হচ্ছে।’

কয়েকদিন ধরে নারায়ণগঞ্জে বাড়ছে সংক্রমণ। এতে সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আসাদুজ্জামান বলেন, ‘যদি মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়, তাহলে সংক্রমণ দ্রুত কমে আসবে।’

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাসার বলেন, ‘মানুষ যেভাবে স্বাস্থ্যবিধি না মেনে অবাধে ঘুরে বেড়াচ্ছে, তাতে করোনা সংক্রমণ বাড়তে পারে। এতে আগের অবস্থায় ফিরে যাওয়া আশঙ্কা রয়েছে।’

এ ব্যাপারে জেলা সিভিল সার্জন মো. ইমতিয়াজ বলেন, ‘সরকারি প্রজ্ঞাপন অনুসারে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। লকডাউন তুলে নেওয়ার পর এটাই এখন করোনা থেকে বাঁচার একমাত্র উপায়।’ স্বাস্থ্যবিধি না মানা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ব্যাপারে জেলা প্রশাসন কাজ করছে। তবে নিজেদের আরও বেশি সচেতন হতে হবে।’

এই বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার জাহিদুল আলম বলেন, ‘সবাই যেন মাস্ক পরে চলাফেরা করেন, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories