• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন
  • Bengali Bengali English English
সংবাদ শিরোনাম
৪১ জেলায় তাপপ্রবাহ, আরও বাড়বে গরমের তীব্রতা সারাদেশে হিটস্ট্রোকে চার মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নয়, এবার নতুন দাবি এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল দেশে তীব্র তাপমাত্রা, ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল আরো ৭ দিন রোববার খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান: হিট অ্যালার্টে স্কুল বন্ধ চান অভিভাবকরা বিমা কোম্পানী পরিচালনায় আসছে নতুন আইন সারাদেশে হিট অ্যালার্ট জারি ইসরায়েলের সঙ্গে গুগলের চুক্তি, প্রতিবাদ করায় চাকরি গেলো ২৮ কর্মীর তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে ৯৬ হাজার শিক্ষক নিয়োগ: আবেদন যেভাবে নওগাঁয় দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ একীভূত হচ্ছে ৩০০ প্রাথমিক বিদ্যালয় রয়টার্সের প্রতিবেদন ; ৫ মিলিয়ন ডলারে মুক্তি পেয়েছে এমভি আব্দুল্লাহ

স্কটল্যান্ডকে মোকাবেলায় প্রস্তত টাইগাররা

প্রজন্মের আলো / ১১২ শেয়ার
Update রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক:

অপেক্ষার ক্ষণ সব সময়ই দীর্ঘ হয়। সেই অপেক্ষার অন্ত টেনে রাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ স্কটল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৮টায় ক্রিকেটের এ লড়াই দেখতে দেশ থেকে সবার চোখ থাকবে টেলিভিশনের পর্দায়। বাঘেরা কি গর্জন দিয়ে উঠবে?

টাইগারদের সামনে খুব বেশি পড়তে হয়নি স্কটিশদের। এ কারণে বাংলাদেশের সামর্থ্য নিয়েও ইতোমধ্যে প্রশ্ন তুলেছে তারা। হতে পারে এটা বাংলাদেশকে স্নায়ুবিক চাপের রাখার একটি কৌশল। স্কটিশরা বাংলাদেশকে ‘আন্ডারডগ’ দলগুলোর সঙ্গে তুলনা করেছে।

এ কারণে লড়াইটা জমে উঠতে পারে। বাংলাদেশ কখনো দাম্ভিকদের সহজে ছেড়ে দেয়নি। ক্রিকেটের মাঠে এ বিষয়টি সব সময়ই দেখেছেন বাংলার ক্রিকেটপ্রেমীরা।

এর আগে প্রস্তুতি পর্বেও শেষ ম্যাচে স্কটল্যান্ড নামিবিয়াকে হারিয়েছিল। বলা যায়, জয় নিয়ে বেশ চাঙ্গা স্কটিশরা। অপরদিকে বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। দুটোতেই হেরেছে। তাই মানসিকভাবে কিছুটা ‘ব্যাকফুটে’ বাংলাদেশ দল।

কিন্তু প্রস্তুতি ম্যাচের সঙ্গে বিশ্বকাপের মূল পর্বে খেলার কি আদৌ তুলনা চলে? ওই ম্যাচ দুটিতে ছিলেন না দেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের ক্রিকেটের সুনামের ফেরিওয়ালা প্রধানত তারাই। দলে তাদের উপস্থিতি নিশ্চিতভাবে স্কটল্যান্ডের মতো আন্ডারডগ দলের সঙ্গে ব্যবদান বাড়াবে।

তবে একটা কথা আমলে নেয়া জরুরী যে, ক্রিকেটের অন্য ফরমেটগুলোর চেয়ে স্কটল্যান্ড টি-টোয়েন্টি খেলে বেশি। বাংলাদেশ টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট খেলেছে অপেক্ষাকৃত বেশি (যদিও একটানা ১০টি টি-টোয়েন্টি খেলেছে)।

বাংলাদেশ একদিনের ক্রিকেটে বেশি সাচ্ছন্দ্য। এ কারণে স্কটল্যান্ড বাংলাদেশে নামনে হুমকি দাঁড় করাতে পারে। কারণ ক্রিকেটের ছোট ফরমেটে তারা ম্যাচ বেশি খেলে অভিজ্ঞতা নিয়েছে বেশি। বলতে গেলে, তাদের ‘মাইন্ড সেট আপ’ টি-টোয়েন্টি ক্রিকেটেরই।

কিন্তু তার পরও একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশ শক্তিমত্তায় স্কটল্যান্ডের চেয়ে অনেক এগিয়ে। বাংলাদেশ সতর্কতা অবলম্বন করে খেললে সাফল্য আসবেই।

বিশ্বকাপের প্রথম ম্যাচ এটি। এ জন্য বাংলাদেশের জন্য জয় অতি প্রয়োজন। এই ম্যাচে জয় পেলে বাকি ম্যাচগুলোতে জয়ের পথ অনেকটাই সুগম হয়ে উঠবে বাংলাদেশের জন্য। ফিরে আসবে উজ্জীবনা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories