প্রজন্মের আলো ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কুষ্টিয়ায় মশাল মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার রাত ৮টার দিকে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বির ও সাধারণ সম্পাদক খন্দকার নিশাতের নেতৃত্বে শহরের সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে এই মশাল মিছিল শুরু হয়।
পরে এনএস রোড সিঙ্গার মোড়ে গিয়ে শেষ হয় মিছিল। সেখানেই তারা মিলিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। এ সময় জেলা ছাত্রদলের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মশাল মিছিলের কিছুক্ষণ পর এরই প্রতিবাদে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের নেতৃত্বে নেতার্মীরা মিছিল বের করে। এ সময় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক, সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন হোসেনসহ জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।