• রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন
  • Bengali Bengali English English
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা অনুদান পাবেন ৫০ হাজার টাকা পর্যন্ত, আবেদন যেভাবে চার বিভাগে হিট অ্যালার্ট জারি একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ ফের হিট অ্যালার্ট জারি হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু পরিবর্তন আসছে নতুন শিক্ষাক্রম মূল্যায়ন পদ্ধতিতে তাপপ্রবাহ নিয়ে যে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২৬ মে ৫৮টি বিমা কোম্পানির মধ্যে ৪৭টির দামই বেড়েছে শনিবারের ক্লাস প্রসঙ্গে যে কথা জানালেন শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৮৩.০৪ শতাংশ বিশ্ব মা দিবস আজ স্কুল-কলেজের সভাপতি হতে লাগবে এইচএসসি পাস উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী যারা নানা আয়োজনে আত্রাইয়ে বিশ্বকবির জন্মবার্ষিকী উদযাপন

ফেসবুক এখন ‘মেটা’র অন্তর্ভুক্ত

প্রজন্মের আলো / ১৩৫ শেয়ার
Update শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

অনলাইন ডেস্ক:

গত কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাদের নাম পরিবর্তন করতে যাচ্ছে। বিষয়টি নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের সাইট হিসেবে ফেসবুক-এর নাম বদলায়নি, বরং এটি এখন নতুন একটি সোশ্যাল টেকনোলজি কোম্পানির অংশে পরিণত হয়েছে। নতুন এই কোম্পানির নাম ‘মেটা

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জাকারবার্গ জানান, বর্তমান সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকের নাম অপরিবর্তিত থাকছে। ‘মেটা’ হবে ফেসবুক সামাজিক যোগাযোগ সাইটের মূল কোম্পানি, যাকে কেন্দ্র করে আরও বেশ কিছু নতুন প্ল্যাটফর্ম গড়ে উঠবে। সব মিলিয়ে একে বলা হচ্ছে ‘মেটাভার্স’।

২০০৪ সালে মার্ক জাকারবার্গ ‘ফেসবুক ইনকরপোরেশন’ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি ২০১২ সালে ছবি ও ভিডিও শেয়ার করার সাইট ইনস্টাগ্রাম কিনে নেয়। ২০১৪ সালে কিনে নেয় হোয়াটসঅ্যাপ। সবগুলোই ‘ফেসবুক ইনকরপোরেশন’ এর অংশ হিসেবে পরিচালিত হয়ে আসছিল, যা এখন থেকে ‘মেটা ইনকরপোরেশন’ হিসেবে কাজ করবে। শুধুমাত্র সামাজিক যোগাযোগ এবং কর্পোরেট পরিচয় থেকে বের হয়ে আসার লক্ষ্যে নিজেদের নাম পরিবর্তন করেছে ফেসবুক ইনকরপোরেশন।

তবে সাম্প্রতিক সময়ে ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তায় দুর্বলতা থাকা সহ নানা কারণে সমালোচনায় পড়ে ফেসবুক। এছাড়া প্রতিষ্ঠানটির সাবেক কয়েকজন কর্মীর মাধ্যমে অভ্যন্তরীণ নানা তথ্য–উপাত্ত ফাঁস হয়। সেই সমালোচনা পেছনে ফেলে নতুন করে ব্র্যান্ডিংয়ের পেছনে এই নাম পরিবর্তন একটি বড় কারণ।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় নিজের অফিসিয়াল পেজ থেকে ‘ফাউন্ডার্স লেটার ২০২১’ শিরোনামে ‘মেটাভার্স’ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন মার্ক জাকারবার্গ।

মার্ক জাকারবার্গ বলেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ার পরিধি কিছু নির্দিষ্ট ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ। যখন ফেসবুক শুরু হয় তখন টেক্সট-নির্ভর ব্যবহার ছিল। ক্যামেরা ফোন আসার পর ব্যবহারের ধরন বদলে গেল। এখন ভিডিও’র মাধ্যমে আরও সহজে অভিজ্ঞতা বিনিময় করা যায়। আগামীতে এটি আরও বদলে যাবে, যেখানে শুধু দেখা বা শোনা নয়, অন্যের অস্তিত্ব অনুভবও করা যাবে। হলোগ্রামের মত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া যাবে ঘরে বসেই। এটিই সোশ্যাল টেকনোলজির স্বপ্ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories