আবু রায়হান:
ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় দুইদিন ব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে। সোমবার নওগাঁ সরকারি কলেজ প্রাঙ্গনে উৎসব শুরু হয়েছে।
এসময় ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি সারোয়ার হোসেন, সেক্রেটারি আব্দুর রাকিব ও কলেজ শাখার সভাপতি ডিএম নওফেল সহ অন্যরা উপস্থিত ছিলেন। সেক্রেটারি আব্দুর রাকিব বলেন, দীর্ঘদিন থেকে ছাত্র শিবিরকে প্রকাশ্যে আসতে দেয়া হয়নি।
জঙ্গিবাদ আখ্যাদিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছিল। আমাদের নিজেদের জানান দিতে আমরা সক্রিয় রয়েছি। আমরা আমাদের আদর্শিক প্রকাশ করছি। ইসলামি ছাত্র শিবির(আইসিএস) প্রকাশনা অন্তত ৩০০টি বই রয়েছে।
যেখানে কর্মী, সার্থী ও সদস্য সিলেবাস স্থান পেয়েছে। প্রকাশনা উৎসবে রিডিং কর্ণার রয়েছে। যেখানে শিক্ষার্থীরা স্টলে থাকা বই নিজেদের পছন্দমতো পড়তে পারছে। নতুন বাংলাদেশ বিনির্মাণ করার প্রত্যয়ে আগামীতেও শিবিরের এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান আয়োজকরা।
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in