যারা নেটওয়ার্ক মার্কেটিংএ ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য তুলে ধরা হলো দেশের শীর্ষ এমএলএম কোম্পানী ওয়ার্ল্ড মিশন 21 লিঃ (WM21) সম্পর্কে। আশা করি উপকৃত হবেন।
ওয়ার্ল্ড মিশন 21 লিঃ (WM21) এর পরিচিতিঃ-
১. ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড ২০১২ সালে যাত্রা শুরু করে। সামাজিক ভাবে গ্রহনযোগ্য, দক্ষ ও ভিশনারী ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত।
চেয়ারম্যানঃ- জনাব আশরাফুল আলম (বগুড়া)।
ম্যানেজিং ডিরেক্টরঃ- জনাব জাকির হোসেন (গাজীপুর)।
২. প্রতিকুল পরিবেশে দীর্ঘ ১১ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন একটি প্রতিষ্ঠান।
৩. বাজার মূল্যের সাথে তুলনাযোগ্য মানসম্মত ১০০% প্রযুক্তি নির্ভর পণ্য ও সেবা ভিত্তিক মার্কেটিং কোম্পানী।
৪. পৃথিবীর সর্বাধুনিক মার্কেটিং পদ্ধতি MLM পদ্ধতিতে পরিচালিত এবং মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রন) আইন-২০১৩ অনুযায়ী পরিচালিত।
৫. গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মাল্টি লেভেল মার্কেটিং এর লাইসেন্স প্রাপ্ত।
৬. দীর্ঘ মেয়াদী এবং পরিক্ষীত মার্কেটিং প্ল্যান।
৭. অত্যাধুনিক ERP সফটওয়্যার ও ১০০% অনলাইন ভিত্তিক কার্যক্রম এবং বাংলাদেশে MLM কোম্পানির মধ্যে প্রথম এ্যাপস্ ভিত্তিক সফটওয়্যার কার্যক্রম যা সার্ভারের শতভাগ নিরাপত্তা রক্ষা করতে সক্ষম।
৮. কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে –
a. 21 ICT Academy
b. 21 Business Academy
c. 21 fashion & Fabrics House
d. 21 Mission Bazar
e. Elegant Telecommunication Ltd (ETL)
f. Nishargo Tourism Ltd.
৯. সারাদেশে ৪০ টির বেশি আইসিটি ল্যাব এবং ৫০ টি + সু-সজ্জিত শোরুম।
১০. সকল সুবিধা সম্বলিত ৮টি সু-সজ্জিত জোনাল অফিস এবং আরো তিনটি প্রক্রিয়াধীন।
১১. কোম্পানীর সকল বৈধ কাগজপত্র হালনাগাদ থাকা।
১২. ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড এর আছে সু-শৃংখল ও উদ্যোমী সর্ববৃহৎ মার্কেটিং টিম।
১৩. ১০০% বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা।
১৪. মানব সম্পদ উন্নয়নে দক্ষ ট্রেইনার প্যানেল এবং ডিজিটাল রিসার্স ও ট্রেনিং ল্যাব।
১৫. নয় (৯) বছরে ছোট বড় ৫০ হাজারের বেশি ওয়ার্কশপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
১৬. ঘরে বসে ব্যবসায়ীক অবস্থা জানা ও প্রাপ্য কমিশন বিকাশ/রকেট/ এবং অনলাইন ব্যাংকে উত্তোলনের সুযোগ।
১৭. বিশ্বব্যাপী ব্যবসা করা ও বিশ্ব ভ্রমণের সুযোগ।
১৮. এ পর্যন্ত ৬টি গাড়ি ইনসেন্টিভ হিসাবে প্রদান করা হয়েছে।।
১৯. ৯টি কক্সবাজার ট্যুর, ৩টি নেপাল ট্যুর, ১টি ভূটান ট্যুর এবং ১টি ইন্ডিয়া ট্যুর সম্পন্ন করা হয়েছে। এইছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন ইনসেন্টিভ হিসাবে রাঙ্গামাটি- বান্দরবান, কক্সবাজার, সেন্টমার্টিন, সিলেট ট্যুর।
আরও জানতে ও ক্যারিয়ার গড়তে যোগাযোগ করুন- ০১৭৫৩-৭৭৬২৬২