• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন
  • Bengali Bengali English English
সংবাদ শিরোনাম
একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ ফের হিট অ্যালার্ট জারি হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু পরিবর্তন আসছে নতুন শিক্ষাক্রম মূল্যায়ন পদ্ধতিতে তাপপ্রবাহ নিয়ে যে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২৬ মে ৫৮টি বিমা কোম্পানির মধ্যে ৪৭টির দামই বেড়েছে শনিবারের ক্লাস প্রসঙ্গে যে কথা জানালেন শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৮৩.০৪ শতাংশ বিশ্ব মা দিবস আজ স্কুল-কলেজের সভাপতি হতে লাগবে এইচএসসি পাস উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী যারা নানা আয়োজনে আত্রাইয়ে বিশ্বকবির জন্মবার্ষিকী উদযাপন ডলারের দাম ১১০ থেকে বেড়ে ১১৭ টাকা প্রথম ধাপের উপজেলা ভোট শেষ, গণনা চলছে

পত্নীতলায় ৪ ইউপির ৫ কেন্দ্রের পুনরায় ভোট গ্রহণ উপলক্ষে ব্রিফিং

প্রজন্মের আলো / ৯৯ শেয়ার
Update সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

সংবাদদাতা:

আগামীকাল সোমবার (৭ ফ্রেব্রুয়ারী) পত্নীতলা উপজেলার ৪ ইউপির ৫ টি কেন্দ্রের পুনঃভোট গ্রহণ হবে, নিরাপত্তা বিষয়ে এসপির বিফ্রিং অনুষ্ঠিত। রবিবার পত্নীতলা থানা চত্বরে এ বিফ্রিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম।

এ সময় তিনি নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণকারী পুলিশ অফিসার, ফোর্স এবং আনসার সদস্যদের মাঝে ব্রিফিং প্রদান করেন।

গত ৫ জানুয়ারি সারাদেশের ন‍্যায় পত্নীতলা উপজেলার মোট ১১ ইউনিয়নে ৫ ম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশৃঙ্খলা ও নির্বাচনী সহিংসতার কারণে এর মধ‍্যে ৪ ইউপির মোট ৫ টি ভোটকেন্দ্রের ফলাফল তখন স্থগিত রাখে উপজেলা নির্বাচন কমিশন, পত্নীতলা। যার ফলে সেসকল ইউপিতে পুনঃভোট গ্রহন হবে কাল ।

উপজেলার পত্নীতলা ইউপিতে ১টি , ঘোষনগরে ২টি, কৃষ্ণপুরে ১ এবং আকবরপুর ইউপিতে ১ এই নিয়ে মোট ৪ টি ইউপির মোট ৫ ভোটকেন্দ্রের ভোট গ্রহন হবে কাল। যার মধ‍্যে পত্নীতলায় ১টি ভোটকেন্দ্রে ভোটার সংখ‍্যা হলো ১৮১৯, আকবরপুর ইউপিতে ১টি ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ২২৩৭, ঘোষনগরে ২টি কেন্দ্রে মোট ভোটার ৪৪৬৫ এবং কৃষ্ণপুর ইউপিতে ১টি ভোটকেন্দ্রে মোট ১৬৩৪ জন ভোটার পুনঃভোট অংশ নেবেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ( ওসি) শামসুল আলম শাহ্ বলেন তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে প্রতি কেন্দ্রে কেন্দ্রে পর্যাপ্তপরিমাণে পুলিশ, আনসার সদস্য মোতায়েন থাকবে,এছাড়া প্রতি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুই কেন্দ্র মিলে একজন এ্যাডিশনাল এসপি, স্ট্রাইকিং ফোর্স , মোবাইল টিম থাকবে, আশা করছি শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহন হবে।

এ বিষয়ে পত্নীতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান বলেন শান্তি পূর্ণ ভোট গ্রহনে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন। পর্যাপ্ত পরিমাণ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন। আশা করি শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণসহ পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories