• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:৩০ অপরাহ্ন
  • Bengali Bengali English English
সংবাদ শিরোনাম
আরও কমলো এলপি গ্যাসের দাম ৩ দিনের রিমান্ডে মিল্টন সমাদ্দার মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে তিন মামলা ঝড়বৃষ্টির পূর্বাভাস মহান মে দিবস আজ ‌‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে’ ২ মে পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা মঙ্গলবার ২৭ জেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ যেসব জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ সোমবার শহীদ শেখ জামালের জন্মদিন আজ আগামী রোববার থেকে খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান ৪১ জেলায় তাপপ্রবাহ, আরও বাড়বে গরমের তীব্রতা সারাদেশে হিটস্ট্রোকে চার মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নয়, এবার নতুন দাবি এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

নওগাঁয় ঈদের জামাত কখন, কোথায় অনুষ্ঠিত হবে

প্রজন্মের আলো / ১১১ শেয়ার
Update শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

সাদেকুর রহমান বাঁধন:

করোনা মহামারির কারণে দীর্ঘ ২ বছর পর নওগাঁয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এজন্য প্রস্তুত হচ্ছে জেলা শহরসহ ১১ টি উপজেলা। ইতোমধ্যে ঈদের জামাত আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। পাড়া-মহল্লার ঈদগাহ মাঠের প্রবেশমুখে নির্মাণ করা হচ্ছে বর্ণিল গেট। কোথাও কোথাও সড়কে নির্মাণ করা হচ্ছে তোরণ।

এবার নওগাঁয় ঈদের প্রধান জামাত নওজোয়ান ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলহাজ্ব আব্দুল মজিদ।

ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা নিশ্চিত করে জানান, নওগাঁয় ঈদের প্রধান জামাত সাড়ে ৮টায় নওজোয়ান ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নওগাঁর প্রধান ঈদগাহ মাঠ নওজোয়ান ঈদগাহ ময়দান সাজানো হচ্ছে। ইতিমধ্যে প্রবেশ গেট নির্মাণ করা হয়েছে। ময়দানের ভিতরে সামিয়ানা তৈরির কাজ চলমান রয়েছে। এ ঈদগাহ ময়দানে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ২০ থেকে ২৫ হাজার মুসল্লি ঈদ জামাতে অংশ নেবেন বলে জানা গেছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া খারাপ থাকলে কিংবা বৃষ্টি হলে সকাল ৯টায় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

প্যারীমোহন গ্রন্থাগার মাঠে আহলে হাদিস/ সালাফী মানহাজের মুসলিমদের জন্য সকাল ৮ টায় ঈদের নামাজ আদায় করা হবে। এখানে নারী মুসল্লীদেরও নামাদের ব্যবস্থা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ছাড়াও নওগাঁ সরকারি কলেজ ঈদগাহ মাঠ, হাট নওগাঁ ঈদগাহ ‍ও জনকল্যাণ ঈদগাহ মাঠে সকাল ৮টায় এবং দপ্তরিপাড়া ঈদগাহ, পার নওগাঁ ঈদগাহ মাঠসহ শহরের ৫০টি মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বেশিরভাগ এলাকার ঈদ গাহ মাঠে সকাল ৮টা থেকে সকাল ৯টার ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

নওগাঁবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি বলেন, করোনা মহামারির সংকট কাটিয়ে ২ বছর পর এবার সারাদেশের মতো নওগাঁতেও ঈদের জামাত ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। নওগাঁর প্রধান ঈদগাহ ময়দানের সাজসজ্জার কাজ চলছে। মুসল্লিরা যাতে সুষ্ঠুভাবে জামাতে নামাজ আদায় করতে পারেন সে বিষয়ে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক স্তরের নিচ্ছিদ্র নিরাপত্তাবলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নওগাঁ জেলায় এই ঈদ উৎসবকে নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories