• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:৫৯ অপরাহ্ন
  • Bengali Bengali English English
সংবাদ শিরোনাম
এসএসসির ফল প্রকাশ ১২ মে গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখলে আন্দোলনের হুমকি আরও কমলো এলপি গ্যাসের দাম ৩ দিনের রিমান্ডে মিল্টন সমাদ্দার মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে তিন মামলা ঝড়বৃষ্টির পূর্বাভাস মহান মে দিবস আজ ‌‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে’ ২ মে পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা মঙ্গলবার ২৭ জেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ যেসব জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ সোমবার শহীদ শেখ জামালের জন্মদিন আজ আগামী রোববার থেকে খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান ৪১ জেলায় তাপপ্রবাহ, আরও বাড়বে গরমের তীব্রতা

ইইডি প্রধান প্রকৌশলীর পদোন্নতি

প্রজন্মের আলো / ৭৭ শেয়ার
Update সোমবার, ২০ জুন, ২০২২

অনলাইন ডেস্ক:

অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি পেয়েছেন শাহ্ নইমুল কাদের। এর আগে তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী ছিলেন।

এদিকে, অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতির পাশাপাশি তাকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে তিনি অধিদপ্তরের প্রধান হিসেবে রুটিন দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (২০ জুন) এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষামন্ত্রণালয়। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে দুটো প্রজ্ঞাপনেই সই করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (উন্নয়ন-৩) আব্দুল্লাহ আল মাসউদ।

পদোন্নতির প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৩ জুনের স্মারক অনুযায়ী সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) ২ জুনের সভার সুপারিশ এবং প্রধানমন্ত্রীর ৯ জুনের অনুমোদনের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ্ নইমুল কাদেরকে জাতীয় বেতন স্কেলে ৩য় গ্রেড (নন-ক্যাডার) বেতনক্রমে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি প্রদান করা হল।

চলতি দায়িত্বের প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহ্ নইমুল কাদেরকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত জ্যেষ্ঠতার ভিত্তিতে নিজ বেতন ও বেতনক্রমে প্রধান প্রকৌশলী পদে নিম্নোক্ত শর্তে চলতি দায়িত্ব প্রদান করা হলো-

১. এ চলতি দায়িত্ব কোনো পদোন্নতি নয়, তিনি পদোন্নতি দাবিও করতে পারবেন না।

২. প্রধান প্রকৌশলী পদ নিয়মিত পদোন্নতির মাধ্যমে পূরণ করা হলে এ চলতি দায়িত্বের আদেশ বাতিল বলে গণ্য হবে।

৩. তিনি বিধি মোতাবেক চলতি দায়িত্ব ভাতাসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পা্বেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories