• শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন
  • Bengali Bengali English English
সংবাদ শিরোনাম
আজ শনিবার যেসব জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ অভিষেকে উজ্জ্বল তানজিদ, জেতালেন বাংলাদেশকে এসএসসির ফল প্রকাশ ১২ মে গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখলে আন্দোলনের হুমকি আরও কমলো এলপি গ্যাসের দাম ৩ দিনের রিমান্ডে মিল্টন সমাদ্দার মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে তিন মামলা ঝড়বৃষ্টির পূর্বাভাস মহান মে দিবস আজ ‌‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে’ ২ মে পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা মঙ্গলবার ২৭ জেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ যেসব জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ সোমবার শহীদ শেখ জামালের জন্মদিন আজ

নিয়ামতপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

প্রজন্মের আলো / ৪৫ শেয়ার
Update রবিবার, ২৬ মার্চ, ২০২৩

সংবাদদাতা:

সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ৬ টায় ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। এর পর মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে সংসদ সদস্য ও গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রীর পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান, সহকারী কমিশনার ভূমি, নওগাঁ জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ¦ আবেদ হোসেন মিলন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তাবক অর্পন করেন।

এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা বিএনপি, উপজেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পন করেন। এ্ছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালন করেন।

সকাল ৮টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ নিয়ামতপুর সরকারী মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কুচকাওয়াজ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মাঠে উপস্থিত কুচকাওয়াজে অংশগ্রহনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অভিবাদন গ্রহন করেন। শেষে সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ইঞ্জিনিয়ার বজলুর রশীদ ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর তমা চৌধুরীর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথি। এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইন চার্জ আসাদুজ্জামানসহ সকল সরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

কুচকাওয়াজে তিয়ান্সি প্রি-ক্যাডেট একাডেমীসহ উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করেন। এছাড়া হাজিনগর ইউপি আওয়ামীলীগ, হাজিনগর ইউনিয়ন পরিষদ, চন্দননগর কলেজ ও ইউনিয়ন পরিষদ, ভাবিচা ইউপি আওয়ামীলীগ ও ইউনিয়ন পরিষদ শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগ, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ, চন্দননগর কলেজ, পীরপুর লক্ষিতাড়া ভাদরন্ড উচ্চ বিদ্যালয় আলাদা আলাদাভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেন।

আওয়ামীলীগ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্য নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগসহ কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচী গ্রহন করে। কর্মসূচীর মধ্যে স্মৃতিস্তম্ভে পুস্পস্তাবক অপর্ন, আলোচনা সভা, মিলাদ মাহফিল।

বিএনপি: অন্যান্য রাজনৈতিক দলের মত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বাধীনতা ও জাতীয় দিবসে বিভিন্ন কর্মসূচী পালন করে। নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডাঃ সালেক চৌধুরীর নেতৃত্বে বিভিন্ন কর্মসূচী গ্রহন করেন। কর্মসূচীর মধ্যে স্মৃতিস্তম্ভে পুস্পস্তাবক অর্পন, আলোচনা সভা, মিলাদ মাহফিল,র‌্যালি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories