• বুধবার, ০১ মে ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন
  • Bengali Bengali English English
সংবাদ শিরোনাম
‌‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে’ ২ মে পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা মঙ্গলবার ২৭ জেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ যেসব জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ সোমবার শহীদ শেখ জামালের জন্মদিন আজ আগামী রোববার থেকে খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান ৪১ জেলায় তাপপ্রবাহ, আরও বাড়বে গরমের তীব্রতা সারাদেশে হিটস্ট্রোকে চার মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নয়, এবার নতুন দাবি এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল দেশে তীব্র তাপমাত্রা, ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল আরো ৭ দিন রোববার খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান: হিট অ্যালার্টে স্কুল বন্ধ চান অভিভাবকরা বিমা কোম্পানী পরিচালনায় আসছে নতুন আইন সারাদেশে হিট অ্যালার্ট জারি ইসরায়েলের সঙ্গে গুগলের চুক্তি, প্রতিবাদ করায় চাকরি গেলো ২৮ কর্মীর

পত্নীতলায় দিগন্ত জুড়ে হলুদের সমারোহ

প্রজন্মের আলো / ১১৭ শেয়ার
Update মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

সংবাদদাতা:

চারিদিকে মৌ মৌ গন্ধ, ভ্রমর ছুটছে মধু আহরনে, মাঠে মাঠে সরিষার চাষ । প্রকৃতি সেজেছে হলুদ কন্যায় দিগন্ত জুড়ে হলুদ আর হলুদ বাতাসে দোল খাচ্ছে সরিষার ফুলগুলো এ দৃশ্য সকলেকেই আকৃষ্ট করছে।

বাজারে তেলের দাম বেশী হওয়ায় এবার সরিষার চাষ বেশী হয়েছে। স্বল্প খরচ আর কম সময়ে সরিষা চাষ দিনদিন বৃদ্ধি পাচ্ছে নওগাঁ পত্নীতলা উপজেলায় । উন্নত জাতের সরিষা চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। ফলে অন্যান্য বছরের তুলনায় এ বছর বেড়েছে সরিষা চাষ।

প্রচলিত দেশি সরিষার চেয়ে ফলন বেশি হওয়ায় বারি-১৪ ও বারি-১৫, বারি ১৭, বারি ১৮, বিনা -৪ জাতের সরিষা আগ্রহী হচ্ছে। অনেকেই আমন ধান সংগ্রহের পর জমি ফেলে না রেখে সরিষা চাষ শুরু করেছেন। এরপর আবার বোরো ধান রোপণ করবেন তারা। ফলে একই জমিতে বছরে তিনবার ফসল উৎপাদন হচ্ছে।

সরেজমিনে বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায় সরিষা গাছে ফুল এসেছে অনেক গাছে ফলও এসেছে সরিষা চাষিরা জানান, এবার প্রতি বিঘা জমি থেকে ৬-৭ মণ সরিষা উৎপাদনের আশা করছেন তারা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব মতে চলতি বছরে সরিষার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ হাজার হেক্টর জমিতে। সেখানে চাষ হয়েছে প্রায় সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে। গত বছর লক্ষ মাত্রা ছিল সাড়ে চার হাজার হেক্টর। এবার বাম্পার ফলনের আশা কৃষক ও কৃষি বিভাগের।

উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চাষী রেজাউল করিম, আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান, আক্তারুজ্জামান, সহ অনেকে জানানপ্রতিবিঘা জমিতে সরিষা চাষে খরচ হয় সর্বোচ্চ তিন হাজার টাকা। প্রতি মণ সরিষা বিক্রি করা যায় ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা দরে।

প্রতি বিঘাতে গড়ে সাত মণ সরিষা উৎপাদন হলে বিঘা প্রতি ১৫-১৬ হাজার টাকা লাভ করা যায়। কম সময়ে কমে খরচে বেশী লাভ হয় সরিষা তোলার পরে বোরর আবাদ হয়। চলতি মওসুমে এ উপজেলায় বারি-১৪, ১৫,১৭,১৮ ও সম্পদ জাতের সরিষা চাষ হয়ছে।

উপ সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন কৃষ্ণপুর ইউনিয়নে ৫৬০ হেক্টর জমিতে চাষ হয়েছে সরিষা। গাছ ভাল হয়েছে ফলনও বাম্পার হতে পারে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার জানান, কম সময়ে লাভজনক ফসল এটি।

সরকারের কৃষিতে সুদৃষ্টি রয়েছে উপজেলায় সরকারী ভাবে প্রণোদনা দেয়া হয়েছে ২ হাজার জনকে। তেলের দাম বাড়ার কারনে তেল ফসলের আবাদ বৃদ্ধি পেয়েছে।সাথে ভাল বীজ এর পর্যাপ্ততা এবং প্রণোদনা প্রদানের কারনে আবহাওয়া অনুকুলে থাকায় সরিষা আবাদ বেড়েছে। কৃষি অফিস সার্বক্ষণিক কৃষকদের সহায়তা দিতে প্রস্তুত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories