• বুধবার, ০১ মে ২০২৪, ১১:৩১ অপরাহ্ন
  • Bengali Bengali English English
সংবাদ শিরোনাম
ঝড়বৃষ্টির পূর্বাভাস মহান মে দিবস আজ ‌‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে’ ২ মে পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা মঙ্গলবার ২৭ জেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ যেসব জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ সোমবার শহীদ শেখ জামালের জন্মদিন আজ আগামী রোববার থেকে খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান ৪১ জেলায় তাপপ্রবাহ, আরও বাড়বে গরমের তীব্রতা সারাদেশে হিটস্ট্রোকে চার মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নয়, এবার নতুন দাবি এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল দেশে তীব্র তাপমাত্রা, ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল আরো ৭ দিন রোববার খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান: হিট অ্যালার্টে স্কুল বন্ধ চান অভিভাবকরা বিমা কোম্পানী পরিচালনায় আসছে নতুন আইন

সাধারণ মানুষের বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ১৯৮

প্রজন্মের আলো / ৭৯ শেয়ার
Update শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
কিয়েভে আকাশচুম্বী ভবনে ক্ষেপণাস্ত্র হামলা। ছবি: ডেইলি মেইল

অনলাইন ডেস্ক:

ইউক্রেনের রাজধানী কিয়েভে যেসব ভবনে বেসামরিক লোকজন বসবাস করেন- এমন একাধিক আকাশচুম্বী ভবনে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তবে এসব হামলায় ঠিক কতোজন হতাহত হয়েছেন, তা জানা যায়নি।

ব্রিটেনের ডেইলি মেইল অনলাইনে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, চোখের পলকে এসব ভবনে উড়ে গিয়ে বিস্ফোরণ ঘটাচ্ছে ক্ষেপণাস্ত্র।

এতে বেশ কিছু ভবনে আগুন ধরে যায় এবং সেগুলো থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকোর উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানায়, ইউক্রেনে রুশ হামলায় এ পর্যন্ত ১৯৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতের মধ্যে তিনটি শিশুও রয়েছে।

ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বলেন, রুশ হামলায় এ পর্যন্ত ১ হাজার ১১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে রয়েছে ৩৩টি শিশু।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আন্তোন হেরাশচেঙ্কো জানান, বেসমারিক নাগরিকদের ওপর হামলা চালানো হচ্ছে না বলে রাশিয়া যে দাবি করছে, তা মিথ্যা। তিনি বলেন, ইউক্রেনে অন্তত ৪০টি বেসামরিক স্থাপনায় হামলা হয়েছে।

শনিবার ইউক্রেনের কর্মকর্তারা জানান, ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন লক্ষ্যে (শুক্রবার দিবাগত) রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

এ হামলার একটি ছবি অনলাইনে প্রকাশ করেন কিয়েভের মেয়র ভিতালি লিচকো। ওই ছবিতে দেখা যায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভবনের অন্তত পাঁচটি ফ্লোর এ ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত হয়। পরে রাস্তায় ভবনের ধ্বংসাবশেষ দেখা গেছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে বিকট শব্দ শোনা যায়।

মেয়রের বক্তব্যের উদৃত্তি দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, কিয়েভে রুশ সেনাবাহিনীর উপস্থিতি নিয়মিত নয়। তারা শহরটির বিভিন্ন অংশ দিয়ে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, কিয়েভের রাস্তায় রুশ সেনাদের ঠেকাতে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের বাহিনী। এ পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের কাছে সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইতোমধ্যে ফ্রান্স ইউক্রেনের জন্য অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম পাঠাতে শুরু করেছে। প্রতিবেশি পোল্যান্ডও সহায়তা করছে বলে জানা যায়।

ভিডিও দেখতে ক্লিক করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories