• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন
  • Bengali Bengali English English
সংবাদ শিরোনাম
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখলে আন্দোলনের হুমকি আরও কমলো এলপি গ্যাসের দাম ৩ দিনের রিমান্ডে মিল্টন সমাদ্দার মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে তিন মামলা ঝড়বৃষ্টির পূর্বাভাস মহান মে দিবস আজ ‌‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে’ ২ মে পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা মঙ্গলবার ২৭ জেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ যেসব জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ সোমবার শহীদ শেখ জামালের জন্মদিন আজ আগামী রোববার থেকে খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান ৪১ জেলায় তাপপ্রবাহ, আরও বাড়বে গরমের তীব্রতা সারাদেশে হিটস্ট্রোকে চার মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নয়, এবার নতুন দাবি

মান্দায় দুর্বৃত্তের আগুনে পুড়ল এস্কেভেটর

প্রজন্মের আলো / ১৪৪ শেয়ার
Update রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

সাহাদুল ইসলাম:

নওগাঁর মান্দায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে মাটিকাটার মেশিন এস্কেভেটর। এতে মেশিনটি পুরো নষ্ট হয়ে গেছে। শনিবার গভীররাতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ঘোনা মাওড়াপাড়া গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে।

এস্কেভেটরের চালক রুবেল হোসেন জানান, ‘শিবনদের বাঁধ সংলগ্ন ঘোনা মাঠের একটি জমিতে শনিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মাটি কাটার কাজ করি। সন্ধ্যা ঘনিয়ে এলে মাটি কাটা বন্ধ করে এস্কেভেটরটি সেখানেই তালাবন্ধ করে ভারশোঁ মোড়ে চলে আসি। এরপর রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ি। রাত ১২টার দিকে মোবাইলফোনে এস্কেভেটরে আগুন লাগার বিষয়ে জানতে পারি।’

ঘোনা মাওড়াপাড়া গ্রামের বাসিন্দা পিন্টু কুমার মাওড়া বলেন, গভীররাতে বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখেন বিলের ভেতর আগুন জ্বলছে। এসময় প্রতিবেশিরা অনেকেই ঘটনাটি প্রত্যক্ষ করেন। পরে বিলে গিয়ে এস্কেভেটরটি পুড়তে দেখে লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

মাটিকাটা কাজে নিয়োজিত লিটন বাবু বলেন, শালদহ গ্রামের হাসেন আলীর জমিতে মাটিকাটার জন্য চুক্তিবদ্ধ হন। শনিবার সেখানে মাটিকাটা শুরু করা হয়েছিল। রাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে ভেকুটি পুড়িয়ে দিয়েছে।

এস্কেভেটরের মালিক ইসলাম আলী জানান, মাটিকাটা কাজের জন্য তাঁর মেশিনটি ভাড়ায় নিয়ে আসা হয়েছিল। সেটি আগুনে পুড়িয়ে দেওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই। ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories